মার্চে মিলবে একটানা ছুটি! মাইনে না বাড়লেও সরকারি কর্মীদের পোয়া বারো, দেখে নিন তালিকা
সরকারি কর্মীদের জন্য দারুন একটি সুখবর। নতুন মাস পড়তে না পড়তেই সামনে এসেছে ছুটির তালিকা (Government Holiday)। রবিবারের সাপ্তাহিক ছুটি বাদে আর কোন কোন বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই হলিডে লিস্ট (Holiday List)।

প্রত্যেক মাসেই নির্দিষ্ট কিছু দিনে ছুটি পান ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি, বেসরকারি কর্মীরা। চলতি মাসেও এর অন্যথা হবে না।
এই মাসেও মিলবে একাধিক ছুটি। কারণে মার্চেই রয়েছে দোল, হোলি সহ বেশ কয়েকটি উৎসব।
এছাড়া মাঝে রবিবার থাকায় একটানা ছুটিও পাওয়া যাবে। ফলে সেই সময় কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরেও আসার সুযোগ রয়েছে।
এই বছর দোল পড়েছে ১৩ মার্চ (বৃহস্পতিবার)। এরপরের দিন তথা ১৪ মার্চ (শুক্রবার) হোলি।
দোল, হোলির পরপর দু’দিন ছুটির পর মিলতে পারে আরও দু’দিনের ছুটি (Government Holiday)।
বহু অফিসে রবিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি শনিবার করেও ছুটি দেওয়া হয়। ফলে সেখানকার কর্মীরা একটানা ৪ দিন ছুটি পাবেন।
সেই সময়টা তাঁরা চাইলে কাছেপিঠে কোনও ছোটখাটো ট্রিপ সেরে ফেলতে পারেন।
এরপর আগামী ২৮ মার্চ জামাত উল বিদার (শুক্রবার) জন্য ছুটি থাকবে। এরপর ৩১ মার্চ (সোমবার) ও ১ এপ্রিল (মঙ্গলবার) রয়েছে ঈদের ছুটি।
এখানেও একটানা ছুটি পাবেন পড়ুয়া, সরকারি কর্মী (Government Employees) সহ বহু চাকরিজীবীরা। কারণ ৩০ মার্চ রবিবার পড়েছে।
সেদিনের সাপ্তাহিক ছুটির পর রয়েছে ঈদের দু’দিনের ছুটি। ফলে টানা ৩ দিন ছুটির মুডে থাকবেন তাঁরা।

