Meta Rules: সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। ফেসবুক, থ্রেডসের পাশাপাশি জনপ্রিয় ইনস্টাগ্রাম। এবার ইনস্টাগ্রামের নিয়মে বদল আনল মেটা।
Instagram Live Stream: ইনস্টাগ্রামে (Instagram) লাইভ স্ট্রিম করতে হলে এবার থেকে বাবা-মায়ের সম্মতি দরকার। তবে এই নিয়ম সবার জন্য নয়। ১৬ বছরের কমবয়সি ছেলে-মেয়েদের জন্য এই নিয়ম চালু করেছে মেটা (Meta)। তাঁদের যদি কেউ ডিরেক্ট মেসেজে নগ্ন ছবি পাঠান, তাহলে সেই ছবিও দেখতে পাবেন না। এক্ষেত্রেও বাবা-মায়ের সম্মতি দরকার। মঙ্গলবার এই নতুন নিয়মের কথা জানিয়েছে মেটা। সারা বিশ্বে তরুণ-তরুণীদের যাতে কোনও সমস্যা না হয়, তাঁরা বিপথে পরিচালিত না হন, তাঁরা সুরক্ষিত থাকেন, সে কথা মাথায় রেখেই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে মেটা। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপের নিয়ামক সংস্থা মেটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফেসবুক ও মেসেঞ্জারেও অনূর্ধ্ব-১৮ ছেলে-মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নিয়ম চালু করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা-মায়ের নজরদারি
বাবা-মা যাতে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নজরদারি চালাতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য ২০২৪ সালের সেপ্টেম্বরে নতুন নিয়ম চালু করে মেটা। ইনস্টাগ্রামে চালু করা হয় 'টিম অ্যাকাউন্ট প্রোগ্রাম'। অপ্রাপ্তবয়স্করা সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কার্যকলাপ চালাচ্ছেন, অনলাইনে কী সার্চ করছেন, সে বিষয়ে যাতে বাবা-মা নজর রাখতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার কিশোর-কিশোরীদের জীবন প্রভাবিত করছে বলে অভিযোগ উঠেছে। এই কারণেই নতুন নিয়ম চালু করেছে মেটা। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ায় এই নজরদারি চালু করা হয়। এরপর বিশ্বজুড়ে এই নিয়ম চালু করা হচ্ছে।
ফেসবুক, মেসেঞ্জারেও নজরদারি
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফেসবুক ও মেসেঞ্জারে টিন অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেও কঠোর নিয়ম চালু করা হচ্ছে। কিশোর-কিশোরীদের যাতে কেউ আপত্তিকর বিষয়বস্তু পাঠাতে না পারে এবং অবাঞ্চিত কেউ তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে, সেটা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিশোর-কিশোরীদের সময় যাতে ভালোভাবে কাটে, সেই ব্যবস্থা করা হচ্ছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


