সন্দেহের বশে নাবালিকাকে মারধর মারধর করল নাবালিকার পরিবারের সদস্যরাই মারধরের পর কেটে দেওয়া হল তার চুল পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের

সমাজ আধুনিক হয়েছে। ছেলেদের সঙ্গে সমান পাল্লা দিয়ে লড়ছে মেয়েরাও। কর্পোরেট সংস্থার সিইও থেকে মহাকাশ গবেষণা, সবেতেই আজ কামাল দেখাচ্ছে এদেশের নারীরা। কিন্তু এই আধুনিক ভারতের পাশাপাশি রয়েছে আরও এক ভারত। যেখানে একটি ছেলের সঙ্গে ফোনে কথার বলার জন্য চুল কেটে নেওয়া হয় মেয়ের। ঘটনাস্থল কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: অপরাধ ছিল ফোনে কথা বলা, মারধরের পর মেয়ের চুল কাটল পরিবার

আরও পড়ুন: পর্যটকদের জন্য দুসংবাদ, শনিবার থেকে বন্ধ হচ্ছে ডিজনি পার্ক

মধ্যপ্রদেশের আলীরাজপুরের সন্ডওয়া, এখানেই ঘটেছে এই বর্বর ঘটনা। বাড়ির নাবালিকা মেয়ে ফোনে একটি ছেলের সঙ্গে কথা বলেছে, কেবল এই সন্দেহের বশেই তাকে মারধর করে পরিবারের ৪ সদস্য মিলে। উত্তম-মধ্যম ধোলাই দিয়েই কেবল ক্ষান্ত হননি তারা। উচিত শিক্ষা দিতে ওই নাবালিকার চুলও কেটে দেওয়া হয়।

Scroll to load tweet…

এই ঘটনা নিয়ে এখন শোরগোল উঠেছে মধ্যপ্রদেশ জুড়ে। ইতিমধ্যে হমকুমা পুলিশ আধিকারিক ধীরজ বব্বর নাবালিক মেয়েটির পরিজনদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন। গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকেও। তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টি।