শহর জুড়ে মোদী-মমতার ঝড়! কলকাতার কোণায় কোণায় সভা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে জানেন?
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
| Published : May 28 2024, 12:00 PM IST
- FB
- TW
- Linkdin
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
আজ শহর জুড়ে মোদী-মমতা ঝড়! শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে বিজেপি তৃণমূলের সভা। সপ্তম দফা নির্বাচনের আগে শহর জুড়ে রয়েছে একাধিক মিটিং-মিছিল।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
উত্তর কলকাতায় মিছিল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেহালায় রয়েছে একটা জনসভা।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
মোদীর সভার কারণে ফারলং গেট, খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, থেক গভর্মেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেডের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া শ্যামবাজার পাঁচ মাথা মোড় হয়ে বিধান সরণি রোডেও নিয়ন্ত্রিত হবে যান চলাচল।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
মোদী-মমতার সভার কারণে যানচলাচলে সমস্যা হতে পারে শহরের বিভিন্ন প্রান্তে সমস্যায় পড়তে পারেন নিত্য যাত্রীরা। আসুন জেনে নেওয়া যাক কখন কোন রাস্তা এড়িয়ে চলবেন।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
২৮ তারিখ বিধান সরণি এলাকা দুপুর ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
বিরাটি বণিক পাড়া মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেটে মমতার রোড শো দুপুর তিনটের সময়। এলাকা জুড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে গোটা এলাকায়।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
এন্টালি মার্কেট থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত বিকাল ৫ টার সময় মুখ্যমন্ত্রীর রোড শো রয়েছে। মিছিলের শুরুর সময় এন্টালি থেকে পার্ক পার্ক সার্কাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
সন্ধ্যা ৬ টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বেহালা চৌরাস্তার কাছে জনসভা রয়েছে। প্রয়োজনে জনসভা চলার সময় রাস্তা বন্ধ করা হতে পারে।
শহর জুড়ে মোদী-মমতা ঝড়! কোণায় কোণায় সভা, কোন রাস্তা বন্ধ হতে পারে?
শহরজুড়ে সভার করাণে রাজভবনের আশেপাশে সম্পূর্ণ এলাকায় মঙ্গলবার সকাল ৬-টা থেকে বুধবার ২৯ তারিখ রাত দশটা পর্যন্ত সব রকম ভারী পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে এবং প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।