ট্রেন-বাস-ট্যাক্সি-রাস্তা, কোথাও কি মহিলারা নিরাপদ নন? মুম্বইয়ের বান্দ্রা স্টেশনের ঘটনায় এই প্রশ্ন উঠে গিয়েছে। মহিলাদের নিরাপত্তা জোরদার করার দাবি উঠছে।

হরিদ্বার থেকে মুম্বইয়ে পৌঁছে লালসার শিকার হলেন ৫৫ বছর বয়সি এক মহিলা। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে একটি ট্রেনের ফাঁকা কামরায় তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক কুলিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ঘটনায় রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার সময় প্ল্যাটফর্মে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলে জানা গিয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেই সময় স্টেশনের মধ্যে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না কেন, তা জানার জন্য বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় রাতে রেল স্টেশনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ঠিক কী হয়েছিল?

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হরিদ্বার থেকে বান্দ্রা টার্মিনাসে পৌঁছন ওই মহিলা। তাঁর সঙ্গে এক আত্মীয় ছিলেন। তিনি ওই মহিলাকে একা স্টেশনে রেখে একটি কাজে যান। ওই মহিলা প্রথমে একাই প্ল্যাটফর্মে শুয়েছিলেন। ইতিমধ্যে অন্য যাত্রীরা চলে যান। তখন প্ল্যাটফর্মের বদলে একটি ট্রেনের ফাঁকা কামরায় গিয়ে শুয়ে পড়েন ওই মহিলা। এরই সুযোগ নেয় ওই কুলি। সে প্ল্যাটফর্মেই ছিল। কেউ কোথাও নেই দেখে ফাঁকা কামরায় উঠে পড়ে সে ওই মহিলাকে ধর্ষণ করে। ওই মহিলার আত্মীয় কাজ সেরে ফিরে আসার আগেই পালিয়ে যায় অভিযুক্ত কুলি।

রেল পুলিশে অভিযোগ দায়ের

মহিলার আত্মীয় ফিরে আসার পর আরপিএফ ও জিআরপি-র কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হয়। তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতায় বাসে শ্লীলতাহানির অভিযোগ

মুম্বইয়ে ফাঁকা ট্রেনে ধর্ষণের পাশাপাশি রবিবার সরস্বতী পুজোর দিন কলকাতায় ভিড় বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই মহিলার অভিযোগ, বাসে এক ব্যক্তি অশালীনভাবে তার গায়ে হাত দেয়। তিনি পাল্টা চড় কষান। এরপর বাস থেকে নেমে যায় ওই ব্যক্তি। এই ঘটনায় অবশ্য পুলিশে অভিযোগ দায়ের করেননি ওই মহিলা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৫ বছরে ৬০ পুরুষ বারবার ধর্ষণ করেছে, দলিত নির্যাতিতার কথা ফাঁস হতেই নড়েচড়ে বসল কেরল প্রশাসন

জয়নগরের পর ফারাক্কা, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ২ মাসের মধ্যে বিচার, মৃত্যুদণ্ড-যাবজ্জীবন কারাবাস

কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, পাহারাদার অভিযুক্তের স্ত্রী ও কন্যা, মুর্শিদাবাদে গ্রেফতার ৪