সংক্ষিপ্ত
মুসলিম হয়ে সংস্কৃতে পারদর্শিতার জন্য মারধর করা হয় ইরফানকে। উত্তর প্রদেশের চান্দৌলি জেলার একজন কৃষক সালাউদ্দিনের ১৭ বছর বয়সী ছেলে মোহাম্মদ ইরফান।
সংস্কৃততে ৮০ শতাংশর উপরে নম্বর পেয়ে নজর কাড়লেন উত্তরপ্রদেশের মুসলিম ছাত্র। তবে এই কৃতীত্বের জন্য পুরষ্কার তো নয়ই, বরং তিরস্কারই জুটল ইরফানের কপালে। মুসলিম হয়ে সংস্কৃতে পারদর্শিতার জন্য মারধর করা হয় ইরফানকে। উত্তর প্রদেশের চান্দৌলি জেলার একজন কৃষক সালাউদ্দিনের ১৭ বছর বয়সী ছেলে মোহাম্মদ ইরফান। মধ্যমিক সংস্কৃত শিক্ষা পরিষদ বোর্ডের উত্তর মধ্যমা-২ (শ্রেণি ১২) পরীক্ষায় ৮২.৭১% নম্বর পেয়েছে ইরফান। অন্যান্য বিষয়ের পাশাপাশি দুটি বাধ্যতামূলক বিষয় হিসেবে সংস্কৃত ভাষা ও সাহিত্য প্রয়োজন। ইরফান একজন সংস্কৃতের শিক্ষক হতে চায়। দশম এবং দ্বাদশ শ্রেনীতে দু'বারই প্রথম ২০ জনের মধ্যে এসেছে সে।
ছেলেটি সম্পূর্নানন্দ সংস্কৃত সরকারি স্কুলে ভর্তি হয়েছিল বলে জানা গেছে কারণ এটিই একমাত্র স্কুল যেখানে তার বাবা তাকে পাঠানোর সামর্থ্য ছিল। সালাউদ্দিন প্রতিদিন মাত্র ৩০০ টাকা আয় করেন এবং স্কুল বার্ষিক ফি হিসাবে ৪০০-৫০০ টাকা নেয়।
ইরফান একজন ধর্মপ্রাণ মুসলিম পরিবার থেকে এসেছেন এবং তার বাবা বলেছিলেন যে তারা কখনই ছেলেকে তার স্বপ্ন অর্জনে বাধা দেয়নি। তিনি বলেছেন,'জুনিয়র ক্লাসে 'সংস্কৃত' একটি বাধ্যতামূলক বিষয় ছিল এবং সেখান থেকেই তিনি ভাষার প্রতি আগ্রহ তৈরি করেছিলেন। ইরফান এখন শাস্ত্রী (বিএ-র সমতুল্য) এবং আচার্য (এমএ-এর সমতুল্য) করার পরিকল্পনা করছেন এবং তারপরে সংস্কৃত শিক্ষক হিসেবে চাকরি খুঁজবেন।
গোটা ঘটনা প্রসঙ্গে ইরফান বলেছেন,'আমি নিশ্চিত নই কেন লোকেরা একটি ভাষাকে একটি ধর্মের সাথে যুক্ত করে। একজন হিন্দু উর্দু শেখার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে, অন্যদিকে একজন মুসলমান সংস্কৃত অধ্যয়নে খুব ভালো হতে পারে। আমি একজন স্নাতক যে শিক্ষার মূল্য বোঝে।'
আরও পড়ুন -
এলাচের পাগড়ির আর মালায় প্রধানমন্ত্রীকে সাজালেন মুসলিম শিল্পি, পুষ্পবৃষ্টিতে মোদী-বরণ হাভেরিতে
কর্ণাটকে ১৪০ আসনে জয় দিল্লি দখলের রাস্তা তৈরি করবে, আশাবাদী কংগ্রেসের ডিকে শিবকুমারের