- Home
- India News
- স্বাস্থ্যবিমা করানোর আগে মাথায় রাখুন এই কয়টি জিনিস, সামান্য ভুলে খরচ হতে পারে মোটা টাকা
স্বাস্থ্যবিমা করানোর আগে মাথায় রাখুন এই কয়টি জিনিস, সামান্য ভুলে খরচ হতে পারে মোটা টাকা
স্বাস্থ্য বীমা কেনার সময় শুধু কম প্রিমিয়ামের পিছনে না ছুটে পলিসির কভারেজ, কো-পে, রুম রেন্টের সীমা এবং ক্লেইম সেটেলমেন্ট রেশিও ভালোভাবে যাচাই করা উচিত। বয়স্কদের জন্য বেশি কভারের প্ল্যান এবং ক্যাশলেস চিকিৎসার সুবিধা আছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

কম প্রিমিয়াম দিয়ে কিংবা বেশি টাকা প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যবিমা তো করিয়ে নিয়েছেন। জানেন কি তা সঠিক সময় কাজে লাগবে কি না। আজ রইল বিশেষ টিপস। এবার থেকে স্বাস্থ্য বীমা করানোর আগে অবশ্যই মাথায় রাখুন এই কয়টি জিনিস। তা না হলে পড়তে পারেন বিপদে।
সবার আগে মাথায় রাখবেন, সস্তার প্রিমিয়ামের পিছনে ছুটবেন না। এমন প্ল্যানে বেশি কো পে, কম কভারেজ এবং বেশি এক্সক্লুশন থাকে। তাই প্রথমে দেখে নিন পলিসি-তে কী কী কভার আছে। কোন কোন বিষয় সীমা আরোপ করা আছে।
যদি আপনার বাড়িতে বয়স্ক কেউ থাকে। এবং তার আগে থেকে রোগ থাকে তাহলে বেশি কভার প্ল্যান বেছে নিন। ৫ থেকে ১০ লক্ষ পলিসির পরিবর্তে ১৫ থেকে ২৫ লক্ষের পলিসি বেছে নিন।
অনেক প্ল্যানে লেখা থাকে গ্রাহকের ১০-২০ শতাংশ খরচ দিতে হবে। একে কো-পে বলা হয়। প্রিমিয়াম কম হলেও হাসপাতালে গেলে আপনার বিল বাড়তে পারে। ক্লেমের সময় আপনার পকেট থেকে টাকা খরচ যদি না করতে চান, তাহলে নো কো-পে প্ল্যান বেছে নিন।
রুম রেন্টের বিষয় বিস্তারিত জেনে নিন। রুম রেন্টের সীমা যত কমে, তাতে হাসপাতালের বিল বাড়ে। ভালো হয় আপনি যদি নো রুম রেন্ট ক্যাপিং প্ল্যান নেন, যাতে যে কোনও ওয়ার্ডে ভর্তি হতে কোনও সমস্যা না হয়।
ক্যাশলেস চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শহরে বা আপনার পছন্দের হাসপাতাল নেটওয়ার্কে ইন্স্যুরেন্স কোম্পানির টাই-আপ না থাকে, তাহলে আপনাকে ক্লেম রিইমবার্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে।
ক্লেইম সেটেলমেন্ট রেশিও সম্পর্কে জেনে নিন। এই রেশিও ভালো হলে ক্লেম বাতিলের সম্ভাবনা কম থাকে। তেমনই লোডিং চার্জের বিষয়টা বুঝে নিয়ে তবে পলিসি নেবেন। নো লোডিং বা নো ক্লেমের ভিত্তিক লোডিং প্রতিশ্রুতি দেওয়া। এতে প্রিমিয়াম স্থিতিশীল থাকে।
কম বাজেটে বেশি কভারেজ লাগে তাহলে সুপার টপ আপ সবচেয়ে সস্তা হবে। আপনি বেস পলিসি + সুপার টপ-আপ মিলিয়ে সহজে ২৫-৫০ টাকা।

