সংক্ষিপ্ত
- ফের ভেঙে পড়ল মিগ বিমান
- প্রশিক্ষণ চলাকালীন ঘটে এই দুর্ঘটনা
- দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন
- কোনও হতাহতের ঘটনা ঘটেনি
ফের ভেঙে পড়ল মিগ বিমান। শনিবার গোয়াতে প্রশিক্ষণ পর্বের শুরুতেই ভেঙে পড়ে মিগ ২৯কে বিমানটি। সংবাদ সূত্র অনুযায়ী, বিমানটি ভেঙে পড়লেও দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।
তরোয়াল হাতে মঞ্চে নাচলেন মোদীর মন্ত্রী স্মৃতি ইরানি, ভাইরাল ভিডিও
নৌসেনার মুখপাত্র কমান্ডার বিবেক মাধোয়াল জানান, মিগ ২৯কে-এর ইঞ্জিনে আগুন লেগে যায়। ক্যাপ্টেন এম শেওখান্দ এবং লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব নিরাপদে বেরিয়ে আসতে সম্ভবপর হন বলে জানা তিনি। আরও জানা গিয়েছে, একঝাঁক পাখি চলে আসে বিমানের সামনে। ধাক্কাতে বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
ভারতীয় সেনার বিশ্বজয়, শরীর দেখিয়ে পেলেন সোনা, দেখুন ভিডিও
আরও জানা যাচ্ছে, জনবহুল স্থানে বিমানটি ভেঙে না পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। আর এই অসম্ভব সম্ভব হয়েছে ওই দুই পাইলটের তৎপরতার কারণেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই দুই পাইলটের সঙ্গে কথা বলার পরেই টুইট করেন। তিনি লেখেন, ২ পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এই খবরটি নিঃসন্দেহে স্বস্তির খবর। তাদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনার কথা উল্লেখ করেন তিনি এই টুইটে।