EPFO: আর কয়েক দিন পরেই বদলে যবে EPFO-র নিয়ম, জানুন কী কী সুবিধে পাচ্ছে সকলে
নতুন বছর থেকেই বদলে যেতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা এমপ্লয়ইপিএফও-র নিয়ম। ছবিতে দেখে নিন কতটা সুবিধে পবেন সকলে।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর নিয়ম
২০২৫ সালে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। যাতে বেশ কিছু বড় পরিবর্তন করা হচ্ছে। আগে থেকেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
নতুন বছর থেকেই কার্যকর
আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই নতুন নিয়মগুলি কার্যকর করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন লাগু হতে কয়েক দিন মাত্র। তার আগেই দেখুন খতিয়ান।
প্রভাব
প্রাথমিকভাবেমনে করা হচ্ছে এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর এই নিয়ম বদলে ভারতের লক্ষ লক্ষ বেতনভোগী মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে চলেছে। অবসর থেকে শুরু করে বর্তমান কর্মী- সকলের জন্যই এই পরিবর্তন কার্যকর হচ্ছে।
এটিএম-এ টাকা তোলা
এবার থেকে ইপিএফও-র টাকা এটিএম-এর মাধ্যমে তোলা যাবে। তাই আর ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে হবে না।
সব ব্যাঙ্ক
নতুন নিয়ম অনুযায়ী যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকেই তোলা যাবে এই টাকা। তাই বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সকলেই সুবিধে হবে।
বেস পে
এখানে বর্তমানে মাইনের ১২ শতাংশ বেস পে দিতে হত। সেখানে সবার মাইনে হতে হবে অন্তত ১৫ হাজার টাকা। তবেই সে এই সুবিধা ভোগ করতে পারবে।
কেন্দ্রের লক্ষ্য
কেন্দ্র সরকারের লক্ষ্য যাতে প্রতিটি ব্যক্তি আসলে কত টাকা মাইনে পান সেদিকে জোর দিয়ে এই টাকার পরিমান করা।
ইকুইটি লিমিট
ইকুইটি লিমিট যাতে আগামীদিনে আরও বাড়নো যায় সেদিকেও বিশেষ নজর রাখবে কেন্দ্র সরকার। স্টক মার্কেটে প্রভাব পড়বে।
জানুয়ারি মাস থেকেই লাগু
২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের পেনশন ভারতের যেকোনও ব্যাঙ্ক থেকেই তুলতে পারবেন।
অবসরপ্রাপ্তদের সংখ্যা
বর্তমানে ইপিএফও-র মধ্যে ৭.৮ মিলিয়ন সদস্য রয়েছেন। এরা সকলেই নিজেদের টাকা দেশের যেকোনও ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন।