Pahalgam terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এক সপ্তাহ পার। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ক্ষোভে ফুঁসছে ভারত। বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন..

Pahalgam terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এক সপ্তাহ পার। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ক্ষোভে ফুঁসছে ভারত। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। জানা গিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই স্থানীয় লোকজন (Kashmir Local People)। এরাই ওভার গ্রাউন্ড ওর্য়াকার হিসেবে জঙ্গিদের কাজে সাহায্য করত (Terrorist attack)।

সূত্রের খবর, এই ধৃতদের একাংশকে জেরা করে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে, শুধু বৈসরন উপত্যকাই নয়, জম্মু কাশ্মীরে আরও তিন জায়গায় হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের (Jammu Kashmir Terrorist attack)। এনআইএ (NIA) সূত্রে খবর, গত ১৫ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা পৌঁছে গিয়েছিল। সেখানে তারা রেইকি করেছিল। বৈসরন উপত্যকায় রেইকি করার পাশাপাশি কাশ্মীরের আরু উপত্যকা, লিডার অ্যামিউজমেন্ট পার্ক, বেতাব উপত্যকাও ঘুরে দেখে এসেছিল তারা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেখানে কোনও কিছু ঘটানো সম্ভব হয়নি জঙ্গিদের পক্ষে।

এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন যে, সেদিনের ঘটনার বা হামলার পিছনে এখনও পর্যন্ত ২০ জনকে ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন ইতিমধ্যেই গ্রেফতার। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ঘটনাস্থলে রেইকি করতে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিলেন চার জন ওভার গ্রাউন্ড ওয়ার্কার।

NIA সূত্রে খবর, ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ মিলেছে। তার মধ্যে দু’টি ফোনের সিগন্যাল চিহ্নিত করা গিয়েছে। হামলার ঘটনার তদন্তে সন্দেহের তালিকায় আড়াই হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তার মধ্যে পুলিশি হেফাজতে রয়েছেন ১৮৬ জন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Scroll to load tweet…

তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, পহেলগাওঁয়ে হামলার তদন্ত করার জন্য ৪৫ জনের একটি বিশেষ দল তৈরি করেছে NIA। এই দলে রয়েছেন আইজি, ডিআইজি ও এসপি পদমর্যাদার অফিসাররা। বিশেষ এই দলের কাজ হল, বৈসরনে প্রবেশ পথের রাস্তা থেকে শুরু করে পুরো এলাকাটির একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের বিবরণ খুঁটিয়ে খুঁটিয়ে তালিকাভুক্ত করা। এর সঙ্গে থাকবে ফরেন্সিক পরীক্ষাও। এগুলির সাহায্যে হামলার ঘটনার পুনর্নির্মাণ করে জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযোগ দাঁড় করানোর পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের।

অন্যদিকে, পর্যটকের ভিডিয়োয় যে জিপলাইন অপারেটরকে ধর্মীয় ধ্বনি দিতে দেখা গিয়েছে, সেই মুজামিল আহমেদ কুমহারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার পরিবারের দাবি, সেটি শুধুমাত্র আতঙ্কের অভিব্যক্তি ছিল। এদিকে মুজামিল যে আতঙ্কগ্রস্ত হয়েই ধর্মীয় ধ্বনি দিয়েছিলেন, তা মানছেন তদন্তকারীদের একাংশও।

প্রসঙ্গত, ইতিমধ্যে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। ভারত ছয়জন জঙ্গির খোঁজ করছে। এর মধ্যে চারজন জঙ্গি পাকিস্তানের এবং দুজন জম্মুর। সেনাবাহিনী অনন্তনাগ এলাকায় এই ছয় জঙ্গির খোঁজ করছে। সেনাবাহিনী চেষ্টা করছে যাতে এই জঙ্গিরা জম্মুতে প্রবেশ করতে না পারে, তাই অনন্তনাগ এলাকা ঘিরে রাখা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে সোনামার্গ টানেল হামলায়ও এই জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।