সংক্ষিপ্ত
গতকালই বিজেপির সঙ্গ ত্যাগ করে ফের একবার আরজেডি, কংগ্রেস ও বামেদের সঙ্গে হাত মেলান নীতিশ কুমার। বিহারে নতুন মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার ও তেজস্বী যাদব। কিন্তু অন্য দলগুলির তরফে কতজন মন্ত্রী হতে পারেন? কারা কারাই বা পাবেন মন্ত্রীত্ব যাবতীয় বিষয় নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
'নিজস্বী' সরকারের হাত ধরে নতুন পথে যাত্রা শুরু করল বিহারের রাজনীতি। অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসলেন নীতিশ কুমার। পুরনো তিক্ততা ভুলে বহাল থাকল 'চাচা-ভাতিজা' জুটি। নীতিশ কুমারের মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন লালু-পুত্র তেজস্বী। বুধবার দুপুর দুটো নাগাদ পাটনার রাজভবনে শপথ নিতেব পৌঁছন 'চাচা-ভাতিজা'।
গতকালই বিজেপির সঙ্গ ত্যাগ করে ফের একবার আরজেডি, কংগ্রেস ও বামেদের সঙ্গে হাত মেলান নীতিশ কুমার। বিহারে নতুন মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার ও তেজস্বী যাদব। কিন্তু অন্য দলগুলির তরফে কতজন মন্ত্রী হতে পারেন? কারা কারাই বা পাবেন মন্ত্রীত্ব যাবতীয় বিষয় নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মহাগঠবন্ধন সূত্রে জানা যাচ্ছে, সর্বাধিক সংখ্যক দফতর পাবে লালুর দল আরজেডি। প্রায় ২০ জন বিধায়ক থাকবেন মন্ত্রীসসভায়। জেডি(ইউ)-এর তরফে নীতিশ কুমারকে বাদ দিয়ে ১১-১৩ জন মন্ত্রী হতে পারেন। কংগ্রেস থেকে ৪ জন ও জিন্তরাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম থেকে ১ জন মন্ত্রী হতে পারেন। রাজ্যের একমাত্র নির্দল পার্থী সুমতি কুমার সিংহও মন্ত্রীসভায় আসতে চলেছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - আটবার মুখ্যমন্ত্রী, রেকর্ড গড়লেন নীতিশ কুমার, শপথ নিয়েই মোদীকে আক্রমণ
এবার প্রশ্ন মন্ত্রীসভার কোন দলের হাতে থাকছে কোন দফরত? এই প্রসঙ্গে আরজেডি কোনও মন্তব্য না করলেও অর্থ বা স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দফতর ফে তাঁরা নিজেদের হাতেই রাখতে চান সেই ইঙ্গিত মিলেছে। এমনকি কংরেসের তদ্বির নাকোজ করে বিধানসভার স্পিকার পদটি যে লন্ঠনধারীরা নিজেদের হাতেই রাখতে চলেছেন সেই ইঙ্গিতও দিয়েছে আরজেডি। জোটের বৃহত্তম দল হয়েও শুধুমাত্র বিজেপিকে রুখতেই মুখ্যমন্ত্রী পদ নীতিশকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এনডিএ মন্ত্রীসভায় থাকা প্রত্যেক বিধায়কই নতুন মন্ত্রীসভায় থাকছেন বলে সূত্র মারফত খবর। নয়া সদস্য হিসেবে যোগদান করতে পারেন উপেন্দ্র কুশওয়া। লালুর জেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদব, অলোককুমার মোহতা, চন্দ্রশেখর, সুনীলকুমার সিংহ প্রমুখ মন্ত্রীত্ব পেতে পারেন বলেও জানা যাচ্ছেন।
আরও পড়ুন - 'পল্টুরাম' নীতিশ কুমার, মহাজোটের হাত ধরে সরকার গড়লেও ইতিহাস কিন্তু অন্য সমীকরণ দেখাচ্ছে