Operation Sindoor: শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের সংঘর্ষ-বিরতি (India-Pakistan De-escalation) ঘোষণা করা হয়েছে। তবে এরই মধ্যে বায়ুসেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। সতর্ক রয়েছে বায়ুসেনা।
Indian Air Force on Operation Sindoor: ভারত-পাকিস্তানের সংঘর্ষ-বিরতির (India-Pakistan Military Understanding) কথা ঘোষণা করা হলেও, 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এখনও চলছে বলে জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। রবিবার বায়ুসেনার 'এক্স' হ্যান্ডলে এক পোস্ট করে জানানো হয়েছে, ‘অভিযান এখনও চলছে। উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। সবার কাছে ভারতীয় বায়ুসেনার অনুরোধ, জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন। যাচাই না করে কোনও তথ্য প্রচার করবেন না। অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা যথাযথভাবে পালন করা হয়েছে। নির্ভুলভাবে এবং পেশাদারী দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করা হয়েছে। জাতীয় উদ্দেশ্যের কথা মাথায় রেখে ভেবেচিন্তে এবং বিচক্ষণতার সঙ্গে এই অভিযান চালানো হয়েছে।’
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে
পাকিস্তানের সেনা (Pakistan Army) ও সন্ত্রাসবাদীদের মধ্যে যে কোনও পার্থক্য নেই, তা ফের স্পষ্ট হয়ে গিয়েছে। 'অপারেশন সিঁদুর'-এ খতম হওয়া জঙ্গির শেষকৃত্যে পাকিস্তানের সেনা আধিকারিকদের দেখা গিয়েছে। শনিবার সংঘর্ষ-বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে গোলাগুলি চালানো শুরু করে পাকিস্তানের সেনা। ড্রোন হামলাও চালানো হয়। রজৌরি সেক্টর (Rajouri sector) ও শ্রীনগরে (Srinagar) গোলাবর্ষণ করেছে পাক সেনা। ভারতীয় সশস্ত্রবাহিনী এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ফের সক্রিয় করা হয়েছে। অন্তত চার জায়গায় পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। রাজস্থানের জয়সলমীরে (Jaisalmer) পাকিস্তানের ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা
পাক সেনা শনিবার রাতেও সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই কারণে সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সেনাবাহিনী। অনেক জায়গাতেই গ্রামগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক গোলাবর্ষণে যাতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে সেনাবাহিনী। একইসঙ্গে পাকিস্তানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


