Ceasefire Violation: শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের সংঘর্ষ-বিরতির (India-Pakistan Military Understanding) কথা ঘোষণা করা হলেও, ফের গোলাগুলি চালাতে শুরু করেছে পাক সেনা। একইসঙ্গে ড্রোন হামলাও চলছে।

India-Pakistan Cross-Border Firing: সংঘর্ষ-বিরতি (India-Pakistan De-Escalation) ঘোষণার পরেও সীমান্তে গুলি পাকিস্তানি সেনার (Pakistan Army)। শনিবার জম্মুর আর এস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতেয়াজ (Md Imteyaz) প্রাণ হারিয়েছেন। বিএসএফ-এর পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘ডিজি বিএসএফ এবং সকল র‍্যাঙ্ক ১০ মে ২০২৫ তারিখে জম্মুর আর এস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সীমান্ত-পারের গুলিতে জাতির সেবায় বিএসএফ সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতেয়াজের সর্বোচ্চ ত্যাগকে স্যালুট জানায়। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকাহত পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’ বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রবিবার ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার জম্মু, পালৌরাতে সম্পূর্ণ সম্মানের সঙ্গে এই সাব-ইন্সপেক্টরকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের

এদিকে, ভারতের ডিজিএমও-এর সঙ্গে পাকিস্তানের ডিজিএমও-র কথোপকথনের পর স্থল, আকাশ এবং সমুদ্রে সকল প্রকার গোলাগুলি এবং সামরিক কার্যকলাপ বন্ধ করার বিষয়ে সম্মত হয় দুই দেশ। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই, শ্রীনগরে ব্ল্যাকআউটের মধ্যে পাকিস্তানি ড্রোন আটক করার মাধ্যমে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার খবর জানা যায়। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি ড্রোন আটক করার সময় লাল রেখা এবং বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শ্রীনগরে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাঞ্জাবের পাঠানকোট, ফিরোজপুর এবং রাজস্থানের জয়সলমীর এবং বারমেরে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে। এরই মধ্যে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

সীমান্তে ফের উত্তেজক পরিস্থিতি

পাকিস্তানের সেনাবাহিনী সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করায় জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri) জানিয়েছেন, সেনাবাহিনীকে পাকিস্তানের এই সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনই কমছে না। পাকিস্তানের হামলার কঠোর জবাব দিচ্ছে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।