"দূষিত দিল্লি কি আদৌ দেশের রাজধানী হিসেবে থাকা উচিত?'' প্রশ্ন তুললেন শশী থারুরদিল্লির দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে, AQI ৫০০ ছাড়িয়েছে। শশী থারুর প্রশ্ন তুলেছেন, এই দূষিত শহর কি দেশের রাজধানী হওয়া উচিত? তিনি সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।