India-Pakistan Tension: গত কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবার পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

India-Pakistan Diplomatic Ties: ভারত-পাকিস্তানের মধ্যে কি এবার সরাসরি যুদ্ধ শুরু হতে চলেছে? পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর পাকিস্তানের আচরণ সেই ইঙ্গিতই দিচ্ছে। সিমলা চুক্তি (Simla accord) বাতিল করার কথা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের (India-Pakistan War 1971) পর সিমলা চুক্তি হয়েছিল। তারপর ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ (Kargil War) ছাড়া আর সরাসরি ভারত-পাকিস্তান যুদ্ধ হয়নি। এবার পাকিস্তান নতুন করে যুদ্ধের জিগির তুলছে। সিমলা চুক্তি বাতিল সেই উস্কানিরই অঙ্গ। একইসঙ্গে কাশ্মীর নিয়ে ফের জলঘোলা শুরু করেছে পাকিস্তান। কাশ্মীরে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছে পাকিস্তান। ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্তও বন্ধ হয়ে যাচ্ছে।

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতে দিশেহারা পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করা, কূটনৈতিক সম্পর্ক শিথিল করার কথাও ঘোষণা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) নেতৃত্বে ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠকের পর ঘোষণা করা হয়েছে, সিমলা চুক্তি বাতিল করা হয়েছে, ওয়াগা সীমান্ত বন্ধ করা হচ্ছে, ভারতীয়দের জন্য সার্ক ভিসা বাতিল করা হচ্ছে, ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ রাখা হচ্ছে। ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক চুক্তি স্থগিত রাখার কথাও ঘোষণা করেছে পাকিস্তান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিমলা চুক্তি বাতিল করার কথা ঘোষণা। এই চুক্তি বাতিল করার অর্থ হল, সীমান্তে শান্তি বজায় রাখার বদলে হামলা চালতে পারে পাক সেনা। ফলে ভারতীয় সেনাবাহিনীকেও সতর্ক থাকতে হচ্ছে।

সীমান্তে বাড়ছে উত্তেজনা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে। ভারতের পাল্টা আঘাতের আশঙ্কায় সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান। এরই মধ্যে সিমলা চুক্তি বাতিল উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।