- Home
- India News
- PAN 2.0: এক ক্লিকে পেয়ে যাবেন নতুন প্যান কার্ড, দেখে নিন কীভাবে আবেদন করতে হবে, সময় লাগবে মিনিট খানেক
PAN 2.0: এক ক্লিকে পেয়ে যাবেন নতুন প্যান কার্ড, দেখে নিন কীভাবে আবেদন করতে হবে, সময় লাগবে মিনিট খানেক
- FB
- TW
- Linkdin
ভারত সরকার এখন ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে আরও এক নয়া পদক্ষেপ নিল। এবার প্যান কার্ড আসছে নতুন চেহারায়।
প্যান কার্ডে QR (Quick Response) কোড থাকবে, যা এটিকে আরও সুরক্ষিত করবে। সঙ্গে করবে ডিজিটাল ফ্রেন্ডলি।
এখন প্রশ্ন হল কীভাবে বানাবেন PAN 2.0? খুব সহজে বাড়ি বসে PAN 2.0 বানানো সম্ভব। মাত্র এক ক্লিকেই তৈরি হবে এই কার্ড।
PAN 2.0-র জন্য আবেদন করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। কয়টি পদ্ধতি ধাপে ধাপে মেনে চলসে কার্ড তৈরি হয়ে যাবে।
PAN 2.0 তৈরি করতে গেলে প্রথমে ই প্যান পোর্টালে যান। সেখানে Apply for instant PAN এ ক্লিক করুন।
এবার আপনার আধার নম্বর দিন। এতে আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে আসবে ওটিপি।
এবার সঠিক ইমেল আইডি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সেখানে পূরণ করুন। আপনার প্যানের সঙ্গে মোবাইল লিঙ্ক করা কি না তা নিশ্চিত করুন।
আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর তা পাঠিয়ে দিন। কয়েক মিনিটের মধ্যেই আপনার মেলে আসবে নতুন কার্ড।
মেলে আপনি PDF ফরম্যাটে পেয়ে যাবেন QR দেওয়া নতুন প্যান কার্ড। যা বর্তমানে প্রয়োজন।
এর জন্য নাম মাত্র ফি নেওয়া হতে পারে। অতিরিক্ত চার্ড ছাড়াই ঘরে বসে তৈরি করে নিন PAN 2.0।