সংক্ষিপ্ত
- সারা বিশ্বে করোনা ভাইারাসের প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে
- এরই মধ্যে ভারতে কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল হতে চলেছে
- আইসিএমআর ও ভারত বায়োটেক যৌথভাবে কোভ্যাক্সিনের ট্রায়াল চালাচ্ছে
- প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কি না সেটা খেয়াল রাখছেন গবেষকরা
সারা বিশ্বে করোনা ভাইারাসের প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে ভারতে কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল হতে চলেছে। হায়াদ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক ফেজ-৩ ট্রায়ালের অনুমোদন পেয়েছে। এবার নয়া দিল্লির এইম-এর পক্ষ থেকে ইন্সিটিউট অব এথিক্স কমিটির কাছে এই ভ্যাক্সিনেপ ফেজ-৩ ট্রায়াল শুরু প্রস্তাব জমা দেওয়া হবে।
আরও পড়ুন, কারা পাবেন প্রথম দফার করোনা ভ্যাকসিন, ২৫ হাজার নাম জমা পড়ল স্বাস্থ্যভবনে
এবার সেই তালিকায় ঢুকল এইমস
সূত্রের খবর, হায়াদ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক ২২ অক্টোবার ফেজ-৩ ট্রায়ালের অনুমোদন পেয়েছে। উল্লেখ্য, কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালের জন্য সারাদেশের ২১ টি হাসপাতালকে চিহ্নিত করেছে আইএমআর। এরই মধ্য়ে অন্যতম দিল্লির এইমস। কয়েকদিন আগেই জানা গিয়েছিল ভুবনেশ্বের এর একটি হাসপাতালে কোভ্যাক্সিনের ফেজ-৩ ট্রায়াল শুরু হবে। এবার সেই তালিকায় ঢুকল এইমস।
আরও পড়ুন, একদিনে রেকর্ড সংক্রমণ কলকাতায়, করোনায় সুস্থতার হার বাড়ল রাজ্য়ে
পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি
প্রসঙ্গত, আইসিএমআর ও ভারত বায়োটেক যৌথভাবে কোভ্যাক্সিনের ট্রায়াল চালাচ্ছে। স্বেচ্ছা সেবকদের শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, বা তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কি না সেটা খেয়াল রাখছেন গবেষকরা।