'বন্দে মাতরম' গানের নয়া ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া নেটিজেনদের নজর কেড়েছে চার বছরের এক মিজো কন্যা গানের ভিডিও এবার টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি

কতই বয়স হবে তার! সুরকার এ আর রহমানের কায়দায় 'বন্দে মাতরম' গানটি গেয়ে নেটিজেনদের নজর কেড়েছে মিজোরামের মেয়ে এস্থার হাম্নতে। সেই গানের ভিডিওটি টুইট করে এবার ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লিখেছেন, 'প্রশংসনীয়! হাম্নতের এমন উপস্থাপনার জন্য গর্বিত।'

আরও পড়ুন: 'আলাদিনের প্রদীপ' কিনতে চেয়ে, আড়াই কোটি টাকার ধাক্কা খেলেন লন্ডন ফেরত ডাক্তার

উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামের বাসিন্দা সে। বয়স মোটে চার বছর। এটুকু বয়েসে এমন গায়কী! সোশ্যাল মিডিয়ায় এস্থার হাম্নতে গলায় 'বন্দে মাতরম' গানটি ভাইরাল হয়ে গিয়েছে বলা চলে। ইউটিউবে এস্থারের একটি চ্যানেল রয়েছে। চ্যানেলটি নিয়মিত দেখেন সত্তর হাজারেরও বেশি মানুষ। ২৫ অক্টোবর সেই ইউটিউব চ্যানেলেই গানের ভিডিও প্রথমে আপলোড করা হয়। ভিডিও-তে দেখা যাচ্ছে, সাদা জামা, কালো স্কার্ট ও কলারের একটি রিবন লাগিয়ে গান গাইছে ছোট্ট এস্থার। নেটিজেনরা তো বটেই, ভিডিও নজরে পড়ে খোদ মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গার। বাদ গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শনিবার রাতে মুখ্যমন্ত্রী জোরামথঙ্গাকে ট্যাগ করে মিজোকন্যার গানে ভিডিও টুইট করেন তিনি।

Scroll to load tweet…