সংক্ষিপ্ত

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস
রাজঘাটে গিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীও
বিজয়ঘাটেও যান নরেন্দ্র মোদী

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবসে রাজঘাটে গিয়ে জাতীর জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশকিছুটা সময় তিনি রাজঘাটেই কাটান। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে রাজঘাটে এসেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও। দেশ জুড়েই জাতীর জনককে শ্রদ্ধা জানাতে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এদিন আহমেদাবাদে গান্ধীর সবরমতী আশ্রমেও যান মোদী। তার আগে ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, 'বাপুর সার্ধশতবর্ষ জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করছি। মানবতার প্রতি তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর স্বপ্ন ও নতুন বিশ্ব গড়ার কাজে আমরা এগিয়ে যাব।'

বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীও রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিন রাজঘাট থেকে বিজয়ঘাটেও যান মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে  তাঁকেও পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী।