- Home
- India News
- হামাসের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ মোদী, মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন
হামাসের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ মোদী, মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন
Narendra Modi On Trump: গাজায় শান্তি ফেরানো নিয়ে এবার ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ট্রাম্পের উদ্যোগকে স্বাগত মোদীর
গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের পদক্ষেপকে এবার স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। বলেন, ‘’গাজায় শান্তি ফেরানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ প্রশংসনীয়।'' সেই সঙ্গে হামাস নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেন মোদী।
সোশ্যাল মিডিয়ায় কী বলেছেন প্রধানমন্ত্রী?
গাজায় শান্তি ফেরানো নিয়ে ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘’গাজায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের উদ্যোগ প্রশংসনীয়। এই বিষয়ে আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি।'' শুধু তাই নয়, বন্দিদের মুক্তির ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও জানিয়েছেন মোদী।
গাজায় শান্তি ফেরানো নিয়ে ট্রাম্পের প্রস্তাব
এদিকে গাজায় শান্তি ফেরানোর উদ্দেশে ইজরায়েলকে ২০ দফা প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই ২০ দফা প্রস্তাবে প্রথমে ইজরায়েল রাজি না হলেও পরে তারা সম্মত হন। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবে প্রথমদিকে নিমরাজি ছিল প্যালেস্টাইন গোষ্ঠী হামাস। পরে হামাসকে ডেডলাইন বেঁধে দিলে তারাও ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাজি হয়।
হামাসকে হুঁশিয়ারি
সূত্রের খবর, গাজায় শান্তি ফেরাতে ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন তা জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেই হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, রবিবারের মধ্যে ইজরায়েলের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে না রাজি হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে।''
কী বলেছেন ট্রাম্প?
এদিন ট্রাম্প আরও বলেন, ‘’গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতি হল এবং এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্দিদের মুক্তির ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’ এর পর তিনি বলেন, ‘‘স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে সকল প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।''

