পয়লা জুলাই চিকিৎসক দিবস  IMAর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী  সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন তিনি 

জাতীয় চিকিৎসা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকিৎসা ভ্রাতৃত্বের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আগামিকাল আর্থাৎ ১লা জুলাই বেলা ৩টে থেকে ৩টে ৩০ মিনিটের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন কোভিড ১৯এর বিরুদ্ধে চিকিৎসকদের লড়াই ভারতকে গর্বিত করেছে। ১জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে চিহ্নিত করা হয়। আগামিকাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন। 

Scroll to load tweet…

বিশিষ্ট চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জম্ম ও মৃত্যু দিবস পয়লা জুলাই। বিখ্যাত চিকিৎসকের কথা স্মরণ করেই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় চিকিৎসকদের অবদানের কথা তুলে ধরবেন।