সংক্ষিপ্ত

হিমাচল প্রদেশ সফরে গিয়ে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দশমীর দিন তিনি হিমাচলে যান। সেখানে দিয়ে একগুচ্ছ ভিত্ত প্রস্তর উদ্বোধন করেন তিনি। পাসাপাশি বলেন, বিজেপি সরকার শুধুমাত্র ভিত্তি প্রস্তর স্থাপনই করে না,উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করে।

হিমাচল প্রদেশ সফরে গিয়ে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দশমীর দিন তিনি হিমাচলে যান। সেখানে দিয়ে একগুচ্ছ ভিত্ত প্রস্তর উদ্বোধন করেন তিনি। পাসাপাশি বলেন, বিজেপি সরকার শুধুমাত্র ভিত্তি প্রস্তর স্থাপনই করে না,উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করে। 

বিলাসপুরের একটি জনসভায়া প্রধানমন্ত্রী মোদীকে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর একটি রণসিংহ যা অনেকটা শিঙার মত দেখতে সেটি তুলে দেন। আর  মঞ্চে দাঁড়িয়ে তিনি সেই শিঙায় ফুঁ দিয়ে বিশালাকার বাদ্যযন্ত্র বাজালেন। একই সঙ্গে মোদী বলেন,  'এটা প্রতিটি ভবিষ্যৎ বিজয়ের সূচনা'। চলতি বছর শেষের দিকেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হিমাচল সফরে কুলু যায়। একই সঙ্গে স্থানীয় পোশাক পরে শ্রী ভগবান রঘুনাথজির মন্দির দর্শন করেন। 

এদিন হিমাচল সফরে গিয়ে প্রধানমন্ত্রী  মোদী রাজ্যের পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আগের সরকারগুলি শুধুমাত্র এই রাজ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করেই দায় সেরেছে। কিন্তু কোনও প্রকল্পই উদ্বোধন করতে পারেনি। প্রকল্পগুলির কথা ভুলেই গেছে। কিন্তু সম্পূর্ণ অন্য পথ দেখিয়েছে এই সরকার। বর্তমান সরকার যেসব ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তার অধিকাংশই উদ্বোধন করেছে। 

প্রধানমন্ত্রী মোদী লুহনু গ্রাউন্টে একটি AIIMS হাসপাতাল ও একটি হাইড্রো ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। ২০১৭ সালে তিনি এই প্রকল্পগুলির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। 


প্রধানমন্ত্রী AIIMS হাসপাতাল উদ্বোধন করেন বলেন এই রাজ্যেরর নাগরিকদের একটি বড় অংশই প্রতিরক্ষায় যোগদান করেন। আর ক্ষেত্রে এই হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা মানচিত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান  রাখবে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন ২০১৪ সালে হিমাচল প্রদেশে মাত্র তিনটি মেডিক্যাল কলেজ ছিল। গত আট বছরে আরও আটটি মেডিক্যাল কলেদজ ও এইমস স্থাপন করা হয়েছে। আগামী দিনেই এই রাজ্যের জন্য একাধিক উন্নয়ন মূলক প্রকল্প চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মোদী। মোদীর সঙ্গে এই সফরে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আর কেন্দ্রীয় মন্ত্রী তথা হিমাচলের সাংসদ অনুরাগ ঠাকুর। 

পার্থ চট্টোপাধ্য়ায় কি রণেভঙ্গ দিলেন ? আগামী ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থ-সহ বাকিদের

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

কোজাগরি লক্ষ্মীপুজো কি বর্ষা-মুক্ত থাকবে ?একাদশী আর দ্বাদশীতে সঙ্গী বর্ষা বিদায়ের বৃষ্টি