সংক্ষিপ্ত

  • গোল্ড মেডেল প্রত্যাক্ষান করলেন কৃতী ছাত্রী
  • মাস কমিউনিকেশনের ছাত্রীর পদত প্রত্যাখ্যান
  • সিএএ ও এনআরসি নিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াতে সিদ্ধান্ত
  • অনুষ্ঠান গৃহের বাইরে দাঁড়িয়ে শুনলেন কোবিন্দের ভাষণ

রাজ্যপালকে ছাড়াই এবার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দীর্ঘক্ষন আটকে থাকতে হল রাজ্যপালকে। দেশের দক্ষিণের রাজ্যগুলিতেও সিএএ ও এনআরসি নিয়ে ক্রমেই ছড়াচ্ছে  প্রতিবাদের উত্তাপ। এরমধ্যে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গোল্ড মেডেল নিতে অসম্মত হলেন।

আরও দেখুন : ষোড়শী ছাত্রীর বুকে অ্যাসিড, অভিযোগের তির গেল প্রিন্সিপালের দিকে

মাস কমিউনিকেশনের স্নাতকস্তরে এবার স্বর্ণ পদক পয়েছেন রেবেহা আব্দুরহিম। কিন্তু এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে ময়দানে নামা পড়ুয়াদের পাশে দাঁড়াতেই সম্মান প্রত্যাখ্যান করলেন রেবেহা। 

আরও পড়ুন : সিএএ ও এনআরসি নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মাঝেই মন্ত্রিসভায় পাশ এনপিআর, রূপায়ণে খরচ ৮,৫০০ কোটি

"জামিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে নামা পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদেই আমার এই সিদ্ধান্ত", স্পষ্ট জানিয়েছেন রেবেহা। পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এই টপার অবশ্য পরে নিজের ডিগ্রি সার্টিফিকেট নেন।

 

 

পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। রেবেহা সিএএ বিরোধী জানার পর পুলিশ থাকে অনুষ্ঠান কক্ষে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। প্রেসিডেন্ট কোবিন্দের বক্তব্য হলের বাইরে দাঁড়িয়েই শোনেন রেবেহা। 

এর পরেই গোল্ড মেডেল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন রেবেহা। এদিকে সিএএ ও এনআরসি বিরোধী রেবেহা রাষ্ট্রপতির অনুষ্ঠান চলাকালীন স্লোগান দিতে পারেন বলে আশঙ্কা ছিল পুলিশ বিভাগের। এই অবস্খায় রেবেহাকে হিজাব খুলতে বলা হলে তিনি তা প্রত্যাক্ষান করেন।