সংক্ষিপ্ত
সোমবার শুভ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে 'জয় জগন্নাথ' বলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুভ দিনে সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেছেন তাঁরা।
সোমবার শুভ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে 'জয় জগন্নাথ' বলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই শুভ দিনে সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেছেন তাঁরা।
আরও দেখুন, ঘরে বসেই পান এবার পুরীর ভোগ, সৌজন্যে রাজ্য পঞ্চায়েত দফতর, দেখুন ছবিতে-ছবিতে
রথযাত্রা উপলক্ষে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন দেশ তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে 'জয় জগন্নাথ' বলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি টুইট করে আরও বলেছেন, 'আমি ভগবান জগন্নাথের কাছে আমার সমস্ত ভাই ও বোনদের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি।' রথযাত্রা উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, 'আমরা ভগবান জগন্নাথকে প্রণাম জানাই এবং প্রার্থনা করি যে তাঁর আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় জগন্নাথ'। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি টুইটে বলেছেন, 'ভগবান জগন্নাথের রথযাত্রার শুভ উপলক্ষে সমস্ত দেশবাসী, বিশেষত ওড়িশার সমস্ত ভক্তদের জানাই আমার শুভেচ্ছা ও শুভেচ্ছা। আমি প্রার্থনা করি যে, ভগবান জগন্নাথের আশীর্বাদে দেশবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যে পরিপূর্ণ থাকুক।'
আরও পড়ুন, ভেস্তে গেল ছিনতাইয়ের প্ল্যান, লাটাগুড়ির রাস্তায় যাত্রীদের হাতে ধরা পড়ল জ্যান্ত ভুত
প্রসঙ্গত, চলতি বছরেও ফিরল ২০২০-র দৃশ্য। ২০২০-তে ভক্তশূণ্য ছিল রথযাত্রায় পুরী। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালেও রথযাত্রার পূর্ণ তিথিতে সেই ছবিটাই ফিরে এল। না হলে প্রতিবার পুরীতে এই সময় অগুণতি ভক্তের উপচে পড়া ভীড়ের মাঝেই মাসির বাড়ির দিকে এগিয়ে চলে সুসজ্জিত ৩ টি রথ। কোভিডে কোথাও যেন তাই অনেক কিছুই ফিকে। তবু বুক ভরা আশা নিয়ে সবাই কোভিড মুক্ত বাইশ সালের অপেক্ষায়।
আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস