সংক্ষিপ্ত
ফরিদাবাদ ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ এবং ভারতের বৃহত্তম সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান ক্যাম্পাসও থাকবে। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে, অ্যালাইড হেলথ এবং রিসার্চ-ইনটেনসিভ ইউনিভার্সিটি অমৃতা ইতিমধ্যেই সর্বোচ্চ সম্ভাব্য A++ NAAC গ্রেডে স্বীকৃত এবং NIRF র্যাঙ্কিংয়ে ভারতের ৫ম সেরা-র্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন এশিয়ার সবচেয়ে বড় হাসপাতালের। ফরিদাবাদের এই অমৃতা হাসপাতালে একাধিক একাধিক উন্নত প্রযুক্তি সহ মিলবে গবেষণার সুযোগও। মোট ২৬০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে নূন্যতম কার্বন ফুটপ্রিন্ট, জিরো ওয়েস্টওয়াটার ডিসচার্জ-এর মত একাধিক উন্নত সুযোগ সুবিধা। খুব শীঘ্রই এই হাসপাতালে সৌরশক্তির ব্যবহারও চালু হবে। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডঃ সঞ্জীব কে সিং জানিয়েছেন, গবেষণা বিষয় সহযোগিতাকে এই হাসপাতালে অগ্রাধিকার দেওয়া হবে।
ডঃ সঞ্জীব কে সিং জানিয়েছেন,"হাসপাতালের একটি সাত তলা বিল্ডিং জুড়ে একটি গবেষণা ব্লক থাকবে। তিন লক্ষ বর্গফুটের এই ব্লকে গ্রেড এ থেকে ডি জিএমপি ল্যাব সহ। নতুন ডায়াগনস্টিক মার্কার, AI, ML, বায়োইনফরমেটিক্স ইত্যাদি ব্যবস্থা থাকবে। গবেষণার ক্ষেত্রে বিশ্বের চিকিৎসাবি বিজ্ঞানের কিছু বড় নামের সঙ্গে যুক্ত হবে অমৃতা। অমৃতা হাসপাতাল, কোচি ভারতের প্রথম দুটি ডাবল হ্যান্ড ট্রান্সপ্লান্ট এবং দেশের প্রথম আপার-আর্ম ডাবল হ্যান্ড ট্রান্সপ্লান্ট, অন্যান্য বেশ কয়েকটি পদ্ধতির মধ্যে সার্জারিতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই জ্ঞান ফরিদাবাদের অমৃতা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।"
আরও পড়ুন - বাংলার কেন্দ্রীয় প্রকল্পের রিপোর্ট তদারকিতে এবার স্বয়ং নরেন্দ্র মোদী?
কার্ডিয়াক সায়েন্স, নিউরোসায়েন্স, অনকোলজি, গ্যাস্ট্রো-সায়েন্স, হাড়ের রোগ এবং ট্রমা, ট্রান্সপ্লান্ট এবং মা ও শিশু যত্ন সহ মোট ৮১টি বিশেষত্ব এবং সাতটি শ্রেষ্ঠত্ব কেন্দ্র থাকবে এই হাস্পাতালে। সংক্রামক রোগ নিরাময়ের জন্য ভারতের বৃহত্তম সুবিধাও থাকবে এখানে। মোট ১০ হাজারেরও বেশি কর্মচারী এবং ৮০০ জন চিকিৎসক নিয়ে চালু হতে চলেছে এই হাসপাতাল।
ফরিদাবাদ ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ এবং ভারতের বৃহত্তম সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান ক্যাম্পাসও থাকবে। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে, অ্যালাইড হেলথ এবং রিসার্চ-ইনটেনসিভ ইউনিভার্সিটি অমৃতা ইতিমধ্যেই সর্বোচ্চ সম্ভাব্য A++ NAAC গ্রেডে স্বীকৃত এবং NIRF র্যাঙ্কিংয়ে ভারতের ৫ম সেরা-র্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন - কমনওয়েলথে ভারতে সাফল্যের কারণ কী, লাল কেল্লায় ভাষণে বললেন পিএম মোদী