সংক্ষিপ্ত

হুবহু দিল্লি কাণ্ড! বাসে তুলে তরুণীকে ধর্ষণ, টানা ২ দিন পরে পাকড়াও হল অভিযুক্ত

পুনের স্বরগেট ডিপোতে বাসের ভিতরে ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মহারাষ্ট্রের শিরুর থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। টানা ২ দিন তল্লাশির পরে গ্রেফাতার করা হয়েছে অভিযুক্তকে।

অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়ে (৩৭) শিরুরের একটি খামারে লুকিয়ে ছিল। গতকাল থেকে পুনে পুলিশের ১৩টি দল তার খোঁজে তল্লাশি চালায়। গভীর রাতে তিনি কারও বাড়িতে খেতে গিয়েছিলেন, এবং সেই ব্যক্তি তৎক্ষণাৎ পুলিশকে সতর্ক করেছিলেন, যার ফলে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে।

বাসের ভিতরের আলো বন্ধ থাকায় প্রথমেই তরুণীটি ভিতরে ঢুকতে ইতস্তত করছিল, কিন্তু অভিযুক্ত ব্যক্তি বুঝিয়ে সুঝিয়ে তাকে ওই বাসেই ঢোকায়। ভিতরে ঢোকার পর গাদে তার পিছু নেয় এবং তাকে ধর্ষণ করে বলে মেডিক্যাল ফিল্ডে কর্মরত ওই নারী পুলিশকে জানান।

এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ কঠোর ব্যবস্থা ও বিচার দাবি করে।

পুনের গুনাট গ্রামের বাসিন্দা গাদের বিরুদ্ধে পুনে ও অহল্যানগর জেলায় চুরি, ডাকাতি ও চেন ছিনতাইয়ের অর্ধ ডজন মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ২০১৯ সাল থেকে অভিযুক্ত জামিনে ছিল বলে জানা গিয়েছে।

দু'দিন পলাতক থাকায় তাঁর সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। টিপ-অফের জন্য একটি হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছিল।

এর আগে শুক্রবার পুণে সিটি ও পুনে গ্রামীণ পুলিশ ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করে আখের ক্ষেতসহ গুনাত গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। গ্রামে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। পরে বহু তল্লাশির পরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।