সংক্ষিপ্ত
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, পাঞ্জাবের নিরাপত্তা জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। জাতীয় সুরক্ষাকে শক্তিশালী করার জন্য আপ কেন্দ্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পিছপা হবে না। তিনি আরও বলেন রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আম আদমি পার্টি পঞ্জাবের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রিমুখী ভোট যুদ্ধে পাঞ্জাবে নিরাপত্তা (Punjab Security) একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিরাপত্তা ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চন্নিতে (CM Charanjit Singh Channi) একহাত নেন। এদিন আরও একধাপ এগিয়ে আম আদমি পার্টির (AAP) নেতা কেজরিওয়ালও পঞ্জাবের নির্বাচন ইস্যুতে সরব হন। তিনি বলেন, পঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Election 2022) আম যদি জয়ী হয় তাহলে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। এর আগেও কেজরিয়াল একাধিকবার পঞ্জাবের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, পাঞ্জাবের নিরাপত্তা জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। জাতীয় সুরক্ষাকে শক্তিশালী করার জন্য আপ কেন্দ্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পিছপা হবে না। তিনি আরও বলেন রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আম আদমি পার্টি পঞ্জাবের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
আম আদমি পার্টির কখনই জাতীয় নিরাপত্তাকে হালকা ভাবে নেয় না। তিনি আরও বলেছেন আপ যদি পঞ্জাবে ক্ষমতায় আসে তাহলে জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসঙ্গে কাজ করবে। রাজ্যের কৃষি উন্নয়নেও জোর দেওয়ার কথা বলেছে। অন্যদিকে বেকারসমস্যা দূর করতেই এই দলটি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্জাব সফরে যাচ্ছে। জলন্ধরে তিনি একটি রাজনৈতি সভা করবেন। তার আগে কেজরিওয়ালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অন্যদিকে গতকাল অমিত শাহ বলছিলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা দিতে ব্যর্থ। তিনি কী করে রাজ্যের সুরক্ষা দেবেন তাই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে চন্নিকে আক্রমণ করে আপের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী দুটি কেন্দ্র থেকেই নির্বাচনে হেরে যাবে। তবে ভোটের আগে কিছুটা হলেও সংকটে রয়েছেন চন্নি। কারণ তিনি কংগ্রেসের অন্দরে সিধুর সঙ্গে তাঁর বিবাদ চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস হাইকমান্ড তার নাম ঘোষণা করলেও তাঁর পথ কাঁটামুক্ত নয়। আর বাইরে বিজেপি ও আপের ষাঁড়াসি আক্রমণ অব্যাহত রয়েছে। আম বা বিজেপির মূল টার্গেট রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। ক্যাপ্টেনের পর তিনি পঞ্জাবের দায়িত্ব পেয়েছেন।
হিজাব ইস্যুতে কংগ্রেস নেতার ধর্ষণ মন্তব্য, নারীদের নিয়ে উপহাস বলল নেটিজেনরা
রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন, প্রমাণ চাইলেন কেসিআর