সংক্ষিপ্ত
সংসদে দাঁড়িয়ে আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী। তিনি বলেন ২০১৪ সালে থেকে এপর্যন্ত বিজেপিকে কত টাকা দিয়েছে আদানিরা।
বাজেট নিয়ে আলোচনার অধিবেশনে কংগ্রেসের মূল ফোকাসই আদানি গোষ্ঠীর দিকে। মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধীর কথাতেই তা স্পষ্ট হয়ে গেল। আদানিদের একাধিক সুবিধে পাইয়েদেরও অভিযোগ তুলে রাহুল গান্ধী সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি জানতে চান এই সবিধে পাইয়ের দেওয়ার বদলে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত বিজেপিকে ইলেট্রোরাল বন্ডের মাধ্যমে ঠিক কত টাকা দিয়েছে আদানিরা।
যদিও এদিন লোকসভায় আদানি-ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে এই অভিযোগ তোলায় রীতিমত অসন্তুষ্ট বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর এই অভিযোগগুলিকে 'ওয়াইল্ড অ্যালিগেশন' বলে ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে রাহুল গান্ধী যেসব মন্তব্য করেছেন তা প্রমাণ করারও দাবি জানিয়েছেন। স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর এই অভিযোগ মানতে চাননি। তিনি একাধইকবার রাহুল গান্ধীকে বাজেট অধিবেশনের দিকে ফোকাস ররার আহ্বান জানিয়েছেন। কিন্তু তা না করে এদিন রাহুল গান্ধী মোদী আর আদানির বন্ধুত্বের দিকেই মূল ফোকাস করেন।
রাহুল গান্ধী বলেন, 'অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ২০১৪ সালে আদানিদের মোট সম্পদের পরিমাণ যেখানে ৮ বিলিয়ন মার্কিন ডলা ছিল। কীভাবে হল আদানিদের এই উত্থান।' ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে আদানিদের স্থান ছিল ৬০০ তম স্থান সেখান থেকেই ৬ নম্বর স্থানে চলে এসেছে। এটা কী করে সম্ভব হল তাও জানতে চান রাহুল গান্ধী। তিনি আরও বলেন,আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতায়াতের জন্য আদানিদের বিমান ব্যবহার করতেন। এখন আদানিরা মোদীজির বিমান ব্যবহার করবে। বিষয়টি আগে গুজরাটের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০১৪ সাল থেকে তা ভারতের হয়েছে। বর্তমান আদানি ইস্যুটি আন্তর্জাতিক। তিনি বলেন গত ২০ বছর নির্বাচনী বন্ডেপ মাধ্যমে বিজেপিটে কত টাকা দিয়েছে আদানিরা। রাহুল গান্ধী শ্রীলঙ্কার বিষয়ও উত্থাপন করেন। তিনি বলেন, দ্বীপরাষ্ট্রের বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান সংসদীয় কমিটিকে জানিয়েছিলেন রাজাপক্ষে তাঁকে আদানিদের বায়ু ও বিদ্যুৎ প্রকল্পের বরাত দেওয়ার কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁকে চাপ দিয়েছিলেন। এটা ভারতের বিদেশ নীতি নয়, এটা আদানিদের ব্যবসার নীতি। তিনি আরও বলেন, মোদী অস্ট্রেলিয়া যাওয়ার পরই আদানিরা সেখানে ব্যবসার বরাত পায়। বাংলাদেশ সফরে যাওয়ার সময়ই সেখানে ব্যবসার বরাত পায় আদানিরা- এটা ম্যাজিকের মতই বলে দাবি করেন রাহুল।
রাহুল গান্ধীকে এরপর আক্রমণ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, রাহুলের অভিযোগগুলি বন্য আর ভিত্তিহীন। তিনি প্রমাণ দেওয়ার পক্ষেও সওয়াল করেন।
আরও পড়ুনঃ
পাকিস্তানের নতুন হাতিয়ার 'মাদক সন্ত্রাস', জম্মু ও কাশ্মীরকে সতর্ক করলেন সেনা কর্তা
নন-ইস্যুকে প্রাসঙ্গিক করতে সিদ্ধহস্ত মমতা, 'পাইলট' বিহীন গাড়িতে বসে গুজ্জররা