- Home
- India News
- যাত্রীদের জন্য দারুণ সুখবর ভারতীয় রেলের, বাড়ছে নন-এসি কোচের সংখ্যা! সংসদে বড় ঘোষণা রেলমন্ত্রীর
যাত্রীদের জন্য দারুণ সুখবর ভারতীয় রেলের, বাড়ছে নন-এসি কোচের সংখ্যা! সংসদে বড় ঘোষণা রেলমন্ত্রীর
Train Coaches Increase News: দেশের লাইফ লাইন পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। বুধবার পার্লামেন্টে দাঁড়িয়ে সুখবর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

দূরপাল্লার ট্রেন নিয়ে নয়া ঘোষণা রেলমন্ত্রীর
যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্য পরিষেবার কথা মাথায় রেখে সাধারণ মানুষের জন্য রেল পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার সংসদে দাঁড়িয়ে তিনি জানান, যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ২০২৪-২০২৫ অর্থবর্ষে উল্লেখযোগ্য হারে বেড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেনে কোচের সংখ্যা। যা ট্রেনগুলিতে অত্যাধিক ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে। আরামে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
কোন ট্রেনগুলিতে বাড়ল কোচের সংখ্যা?
এই বিষয়ে বুধবারই পার্লামেন্টে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান যে, সারা দেশে যাত্রী পরিষেবা সহজলভ্য এবং গরিব মানুষরাও যাতে দূরপাল্লার ট্রেনে করে ঘুরতে যেতে পারেন তারজন্য বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে ননএসি কোচের সংখ্যা। সারাদেশেই বিভিন্ন রুটের এক্সপ্রেস ট্রেনগুলিতে এই ননএসি জেনারেল কামরার সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
কত বাড়ল ননএসি কোচের সংখ্যা?
সূত্রের খবর, এখনও পর্যন্ত সারাদেশে দূরপাল্লার ট্রেনে প্রায় ১৭ হাজার সাধারণ কামরা ও ননএসি কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার সংসদে গত পাঁচবছরের ট্রেনের কোচের সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন।
আরও বাড়বে নন-এসি কোচের সংখ্যা
তিনি আরও বলেন, ‘’ভারতীয় রেলওয়েতে নন-এসি কোচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে। আগামী পাঁচ বছরে অতিরিক্ত ১৭,০০০ নন-এসি জেনারেল ও স্লিপার কোচ তৈরির জন্য একটি বিশেষ উৎপাদন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।'' খুব দ্রুতই তা সাধারণের জন্য উপলদ্ধ হবে বলেও জানান তিনি।
যাত্রী পরিষেবায় আরও জোর রেলের
জানা গিয়েছে, স্লিপার এবং জেনারেল কোচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, দেশের সাধারণ জনগণ আরও সহজে রেল পরিষেবা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর মতে, এই পদক্ষেপটি দেশের প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের জন্যও অত্যন্ত সহায়ক হবে। ফলে তারা খুব সহজেই অল্প টাকায় ট্রেনে চড়তে পারবেন।

