উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে এক মহিলাকে বন্দুকের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কংগ্রেস নেতা জালালউদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।
কংগ্রেস অফিসে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। অভিযোগ করা হয়েছে যে কংগ্রেস নেতা ও অ্যাডভোকেট জালালউদ্দিন তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন। নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্ত তাঁকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। ধর্মান্তরিত করার চেষ্টা করে হেছিল। জোর করে কলমাও পড়তে বাধ্য করা হয়েছিল।
শুক্রবার মামলা দায়ের করেছে ওই মহিলা। তিনি বলেছেন, ২০১৯ সালের জুলাই মাসে, তার ভাইদের সঙ্গে বিরোধের পর তিনি দেওয়ানি আদালতে যান। সেখানে তিনি জালালউদ্দিনের সঙ্গে দেখা করেন। অভিযুক্ত নিজেকে একজন আইনজীবী ও কংগ্রেস নেতা বলে পরিচয় দেন। অভিযোগ করা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে, তাকে ওষুধ দেওয়ার অজুহাতে অভিযুক্ত তাকে কালেক্টরেটের কাছে অবস্থিত কংগ্রেস পার্টি অফিসে নিয়ে যায়। সেখানে সে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। মহিলা জানান, মানহানির ভয়ে তিনি তার স্বামী এবং আত্মীয়দের ঘটনাটি জানাননি। এতে অভিযুক্তরা আরও উৎসাহ পায়। অভিযুক্ত তাকে বেশ কয়েকবার জোর করে ধর্ষণ করে। এমনকি, থানায় অভিযোগ করার পর থেকে বেশ কয়েকবার তাকে ভয়ও দেখানো হয়েছে। প্রাণহানর হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে সে গুজরাটে চলে যায়। এতেও সব শেষ হয়নি। এরপরেও অভিযুক্তরা তাকে হুমকি দিতে থাকে।
শাহগঞ্জ থানার পুলিশ বীরেশ পাল গিরি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলেছে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়েও আক্রমণ করে। কোনওভাবে বেঁচে গিয়েছেন। তার কাছে এই ঘটনার একটি ভিডিও রেকর্ডিংও করেছে বলে জানা যাচ্ছে।


