- Home
- West Bengal
- West Bengal News
- 'আমাকে ফাঁসানো হয়েছে, আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি' সঞ্জয়ের দাবি নিয়ে কী বললেন জুনিয়র চিকিৎসকেরা?
'আমাকে ফাঁসানো হয়েছে, আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি' সঞ্জয়ের দাবি নিয়ে কী বললেন জুনিয়র চিকিৎসকেরা?
'আমাকে ফাঁসানো হয়েছে, আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি' সঞ্জয়ের দাবি নিয়ে কী বললেন জুনিয়র চিকিৎসকেরা?

গতকাল প্রিজম ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় বলে, "আমার কথা শোনেনি। আমি এতদিন চুপচাপ ছিলাম। আমার কোনও কথা শোনেনি। আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমাকে সেখানেও বলতে দেয়নি।"
এ ছাড়াও সঞ্জয় বলে," আমাকে নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছেই না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। এটাই কি ভারতীয় সংবিধানের ন্যায়?' এই আবহে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, 'কারা ফাঁসিয়েছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে? কেন ফাঁসানো হয়েছে?"
এবার এ প্রসঙ্গে মুখ খুললেন চিকিৎসক কিঞ্জল নন্দ। তাঁর সোজা বক্তব্য, “এই ঘটনা একা একজন ঘটাতে পারে না।”
কিঞ্জলের আরও দাবি “সঞ্জয়কে কেউ ফাঁসিয়ে থাকলে সেই তথ্য প্রকাশ্যে আনুক সিবিআই। আমরা আন্দোলনকারী, তদন্তকারী নই।”
“আদালতের নজরদারিতে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিন মাস কেটে গিয়েছে। ”
“এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে সঞ্জয় রায় ছাড়া আর কারও নাম নেই। একাজ একজন করতে পারে না।”
“সিবিআই এতদিন ধরে কী করল? সিবিআই কেন এই জিনিসটিকে গুরুত্ব সহকারে দেখছে না? আজ সঞ্জয় বলেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসানো হচ্ছে? সেই তথ্য সিবিআইয়ের সামনে আনা উচিত।”