- Home
- India News
- আর মাত্র ২ দিন, ১০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে এই বিশেষ নথি, নইলে খোয়া যাবে সমস্ত সঞ্চয়, নির্দেশ RBI-র
আর মাত্র ২ দিন, ১০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে এই বিশেষ নথি, নইলে খোয়া যাবে সমস্ত সঞ্চয়, নির্দেশ RBI-র
গ্রাহকদের জন্য KYC জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। RBI-এর নতুন নির্দেশিকা অনুসারে, ১০ই এপ্রিলের মধ্যে KYC জমা না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
- FB
- TW
- Linkdin
)
হাতে আর ২টো দিন বাকি। তার মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই কাজ করা আবশ্যক। তা না হলে পড়বেন বিপদে।
সদ্য প্রকাশ্যে এসেছে RBI-র নয়া নির্দেশিকা। এক বিশেষ নথি জমা দেওয়ার দিন বেঁধে দেওয়া হল।
এই নিয়ম মানতে হবে পাঞ্জাব ন্যাশনল ব্যাঙ্কের গ্রাহকদের। তাদের জমা দিতে হবে বিশেষ নথি।
RBI-র পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম। আগে KYC জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।
পরে তা পরিবর্তন করে ১০ এপ্রিল করা হয়েছে। এই তারিখের মধ্যে জমা দিতে হবে KYC।
আপনি আগে এই কাজ সম্পন্ন করে থাকলে ফের আপনাকে করতে হবে এই কাজ।
দেশ জুড়ে পাঞ্জাব ন্যাশনল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
যদি ব্যাঙ্কের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও মেল কিংবা ফোন পান তাহলে চিন্তার কোনও কারণ নেই। আপনার বাড়ির কাছের শাখায় যোগাযোগ করুন।
দ্রুত জমা দিন KYC। তা না হলে পড়বেন সমস্যায়।
KYC জমা না দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই দ্রুত এই কাজ করে নিন।