সংক্ষিপ্ত

  • ৭ বছর পর নির্ভয়া কাণ্ডের অবসান ঘটতে চলেছে
  • আদালত চার আসামির মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করল
  • ২২ জানুয়ারী সকাল ৭টায় হবে ফাঁসি
  • এরপর ঠিক কী বললেন নির্ভয়ার মা-বাবা

৭ বছর পর অবশেষে যন্ত্রণার মুক্তি। মঙ্গলবার নির্ভয়াকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করল দিল্লি হাইকোর্ট। ২২ জানুয়ারী সকাল ৭টায় অক্ষয় ঠাকুর সিংহ, মুকেশ, পবন গুপ্ত এবং বিনয় শর্মা - চারজনকেই একসঙ্গে ফাঁসি দেওয়া হবে। সাত বছর পর যন্ত্রনার অবসানের সম্ভাবনা যখন প্রবল তখন কী বলছেন নির্ভয়ার মা-বাবা?

আরও পড়ুন - নির্ভয়া কাণ্ডের চার দোষীর ফাঁসিতেই ভাঙবে দাদুর রেকর্ড, গর্বিত পবন জল্লাদ

আরও পড়ুন - নির্ভয়া নিয়ে তড়িঘড়ি ট্যুইট গম্ভীরের, নেপথ্যে রয়েছে কোন কারণ

আরও পড়ুন - নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসির দিন ঘোষণা, কবে হচ্ছে যন্ত্রনার অবসান

আরও পড়ুন - তৈরি হচ্ছে নতুন ফাঁসিকাঠ, নির্ভয়া কাণ্ডের আসামিদের সাজা-প্রক্রিয়ায় নাটকীয় মোড়

আদালতে মৃত্যুদণ্ডের পরোয়ানা চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন নির্ভয়ার মা আশা দেবী। এদিনের রায়ের পর তিনি জানান, তাঁর মেয়ে অবশেষে ন্যায়বিচার পেয়েছে। এই চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে দেশের নারীদের ক্ষমতায়ন হবে বলে আশা করছেন তিনি। এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা জোরদার হবে বলেও জানান তিনি।

আর নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং জানিয়েছেন, ২২ শে জানুয়ারী সকাল ৭টায় মেয়ের আসামিদের ফাঁসি দেওয়া হবে বলে আদালত সিদ্ধান্ত জানানোয় তিনি অত্যন্ত খুশি। আদালতের এই রায় যারা এই ধরনের অপরাধে যুক্তদের মধ্যে আতঙ্ক তৈরি করবে বলে আসা করেছেন তিনি। ভবিষ্যতেও ধর্ষণের কথা মাথায় এলে এই রায়ের কথা অপরাধীদের মাথায় ঘুরবে বলে মনে করছেন বদ্রীনাথ সিং।