সংক্ষিপ্ত
- নরেন্দ্র মোদীকে পুরষ্কার দিচ্ছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
- এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপি নেতারা আহ্লাদিত
- আপত্তি জানালো আরএসএস-এর অর্থনৈতিক শাখা স্বদেশী জাগরণ মঞ্চ
- গেটস ফাউন্ডেশনের বিরুদ্ধে অনৈতিকতা বাআইনি কার্যকলাপে জড়িয়ে থাকার অভিযোগ করেছে তারা
নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের জন্য মাইক্রোসফ্ট সংস্থার প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী-এর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপি নেতারা আহ্লাদিত হলেও আরএসএস খুব একটা খুশি নয়। তাঁদের মতে নরেন্দ্র মোদীর এই পুরষ্কার নেওয়া উচিত হবে না।
আরএসএস-এর অর্থনৈতিক শাখা স্বদেশী জাগরণ মঞ্চের যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজন টুইট করে বলেছেন গেটস ফাউন্জডেশনের বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থে বেআইনি ও অনৈতিক চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চালানোর অভিযোগ রয়েছে। জনকল্যানের অছিলায় এই সংস্থা ব্যবসা করে বলেও অভিযোগ করেছএন অশ্বিনী। তাই অন্ধকারাচ্ছন্ন অতীতের এই ফাউন্ডেশনের কাছ থেকে পুরষ্কার নেওয়াটা উচিত হবে কিনা তা প্রদানমন্ত্রীকে ভেবে দেখার কথা বলা হয়েছে।
বিল গেটস কিন্তু বরাবরই নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে এসেছেন। এই মাসের শেষের দিকেই নরেন্দ্র মোদী মার্কিন ।যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেই সময়ই এই পুরষ্কার তাঁর হাতে তুলে দেওয়ার কথা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের।
আরো পড়ুুন - বিল গেটস-কে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি কে হলেন
আরো পড়ুন - বাংলায় গৈরিকীকরণ করছে আরএসএস, কলকাতায় এসে ফের সরব অমর্ত্য
আরো পড়ুুন - 'গান্ধীর খুনীদের ক্ষমা নয়', আরএসএস-এর বিরুদ্ধে লড়তে চান মহাত্মা গান্ধীর নাতি