West Bengal Sir Update:  পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ রাজ্যে একযোগে পিছিয়ে গেলো খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Sir Update: পিছিয়ে দেওয়া হল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যে পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বর এর পরিবর্তে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসরা ভোটার তালিকা। ৭ দিন পিছিয়ে গেল খসরা ভোটার তালিকা প্রকাশের দিন। চূড়ান্ত করার তালিকা প্রকাশ হবার কথা ছিল ৭ ফেব্রুয়ারি । সেই দিনও বাড়ানো হয়েছে সাত দিন বাড়িয়ে ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন।

কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা?

রাজ্যে একাধিক বিলওদের মৃত্যু , তার জেরে একাধিক জায়গায় বিক্ষোভ , বি এল ও অ্যাপের প্রযুক্তিগত সমস্যা থেকে শুরু করে একাধিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর । পাশাপাশি স্পেশাল অবজারভার , ১২ অবজারভারের এবং জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সিইও এর বৈঠক গতকাল হয় তার পরই এই সিদ্ধান্ত বলেই সূত্রের খবর ।

অন্যদিকে, শনিবার ৬টা পর্যন্ত মৃত ভোটার রয়েছে ১৮ লক্ষ‍্য ৭০ হাজার জন। খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে ৩ লক্ষ ৮০ হাজার জন। ঠিকানা পরিবর্তন হয়েছে ১১ লক্ষ ৮২ হাজার জন ভোটার। একাধিক জায়গায় নাম নথিভুক্ত হওয়া ভোটার রয়েছে ৭৭ হাজার। এখনও পর্যন্ত সব মিলিয়ে ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জনের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই সংখ্যার মধ্যে মার্কিং ভুল করা ভোটারও আছে।

রাজ্যে রয়েছে ৭ কোটি ৭৫ লক্ষ ভোটার। তার মধ্যে ৬ কোটি ৭৮ লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। যা মোট ভোটারের ৮৮.৭০ শতাংশ। ৮২ লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা বাকি রয়েছে। কমিশন মনে করছে, খসড়া তালিকা প্রকাশের পরে তাদের শুনানির জন্য ডাকা হবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা সম্ভব হবে। কত এনুমারেশন ফর্ম ফেরত আসছে তা ৫ ডিসেম্বরেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।