- Home
- India News
- এই সরকারি কর্মীদের বাড়বে মাইনে, অক্টোবরের শুরুতেই ঢুকবে মোটা টাকা! কত মাইনে বাড়বে, রইল হিসেব
এই সরকারি কর্মীদের বাড়বে মাইনে, অক্টোবরের শুরুতেই ঢুকবে মোটা টাকা! কত মাইনে বাড়বে, রইল হিসেব
- FB
- TW
- Linkdin
চলতি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
মোটা টাকা ঢুকবে অক্টোবরের শুরুতেই। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।
মনে করা হচ্ছে এবার ৩-৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এরই মধ্যে ফের বাড়বে ডিএ। এবার ডিএ বাড়ালে তার পরিমাণ ৫৩-৫৪ শতাংশ ছুঁয়ে যাবে।
গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ বর্ধিত বেতনের পাশাপাশি এরিয়ার-ও পাবেন কর্মীরা। বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি হবে। ৪% ডিএ বাড়লে কার কত বেতন বাড়বে? জেনে নিন জলের মতো হিসেব।
যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে সপ্তম পে কমিশনের আওতায় কতটা লাভ হবে? যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন ১৮ হাজার টাকা, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে ৭২০ টাকা অর্থাৎ বছরে ৮,৬৪০ টাকা বেতন বৃদ্ধি হবে।
যে সব কর্মীদের মূল বেতন ২০ হাজার, তারা প্রতি মাসে ৪০০ এবং বছরে বাড়তি ৯ হাজার ৬০০ টাকা পাবেন।
যদি কোনো সরকারি কর্মচারীর মূল বেতন ২৫ হাজার টাকা হয়, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা এবং বছরে ১২ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে।
যাদের মূল বেতন ৩০ হাজার টাকা তারা মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা এবং যাদের মূল বেতন ৫০ হাজার টাকা তারা প্রতি মাসে ২ হাজার টাকা এবং বছরে ২৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন।
তবে শুধু ডিএ নয়, তার পাশাপাশি রেয়াতযোগ্য ভাড়া, কম্যুটেশন, নতুন বেতন কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড়ের বিষয়েও বিবেচনা করছে মোদি সরকার।