সংক্ষিপ্ত

সারা দেশের মতোই পশ্চিমবঙ্গেও একাধিক বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। রাজ্যের মধ্যেই যেমন বন্দে ভারত এক্সপ্রেস চলে, তেমনই রাজ্যের কোনও রেল স্টেশন থেকে ছেড়ে অন্য রাজ্যেও যায় বন্দে ভারত এক্সপ্রেস।

ভারতীয় রেলের অন্যতম জনপ্রিয় ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। এতদিন শুধু এই ট্রেনে শুধু বসে যাওয়ার ব্যবস্থা ছিল। একদিনের মধ্যেই এই ট্রেনের যাত্রা শেষ হয়ে যেত। তবে এবার বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। দ্রুতগতির ও আরামদায়ক এই ট্রেন এবার আরও আকর্ষণীয় হয়ে উঠছে। পাশাপাশি নতুন ইংরাজি বছরে একাধিক বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিতে বদল করা হয়েছে। বছরের প্রথম দিন থেকেই এই বন্দে ভারত এক্সপ্রেসগুলির সূচি বদলে গিয়েছে। দেওঘর-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা-গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস, লখনউ-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস, গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি বদলে গিয়েছে। এর আগে দেওঘর-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ত সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে। এখন থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৯টা বেজে ৫৩ মিনিটে এবং গন্তব্য পৌঁছবে ১০.৩০ মিনিটে। পাটনা-গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস এর আগে ছাড়ত সকাল ৯টায়। এই ট্রেনটি এখন থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ৫ মিনিটে এবং গন্তব্য পৌঁছবে দুপর দুটো বেজে ৩৫ মিনিটে। লখনউ-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস লখনউয়ে পৌঁছবে ৫ মিনিট দেরিতে। পাশাপাশি লখনউ থেকে ছাড়বে দুপুর ১টা বেজে ৪ মিনিটে। গোমতীনগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস গোমতীনগরে পৌঁছবে রাত ৮টা বেজে ৪৩ মিনিটে।

পশ্চিমবঙ্গে বন্দে ভারতের সময়সূচিতে বদল নেই

পশ্চিমবঙ্গে এখন যে বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বিশেষ করে উৎসবের সময় এই দু'টি ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে। ফলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকে আরও বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে পারে রেলমন্ত্রক।

কাশ্মীরে যাবে বন্দে ভারত এক্সপ্রেস

দিল্লি থেকে কাশ্মীরের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হতে চলেছে। চলতি মাসেই নয়াদিল্লি-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। এই ট্রেন দেশের অন্যতম আকর্ষণীয় হতে চলেছে। ইতিমধ্যেই এই ট্রেন নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: বন্দে ভারত স্লিপার ট্রেনের ঝড়ের মতো গতির সফল পরীক্ষা, দেখলে ভয় পাবেন

আর বিন্দুমাত্র ঝাঁকুনি লাগবে না ট্রেনে! নিমেষের মধ্যে পৌঁছে যাবেন গন্তব্যে, কবে থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন?

বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগে গ্রেফতার, বললেন- 'মোবাইল ছিনতাইয়ের জন্য কাচ ভাঙতেন'