সংক্ষিপ্ত
- স্কুল বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ৭ জনের
- দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল তেহরি গারওয়ালে
- নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে পড়ে যায় বলে খবর
- আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে
স্কুল বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ৭ জন ছাত্রের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল তেহরি গারওয়ালে। সংবাদ সংস্থা সূত্রে খবর, তেহরি গারওয়াল অঞ্চলে স্কুল ছাত্রদের নিয়ে একটি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ঘটে যায় এক বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় একটি সংকীর্ণ খাদে।
সংবাদ সংস্থা সূত্রে খবর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। জানা গিয়েচে ওই স্কুলবাসে ১৮জন ছাত্র ছিল, যাদের মধ্যে ৭জনের প্রাণ হারানোর খবর পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদ। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ইতিমধ্যেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
যদিও প্রাথমিকভাবে আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইজি গারওয়াল রেঞ্জ অজয় রাওটেলা। পাশাপাশি উত্তরাখণ্ডে আরও এক মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে, যেখানে একটি বাসের ওপর বোল্ডার পড়ে বেশকিছু যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেখানেও পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকার্য।