- Home
- India News
- শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে ভারত? সিপিএম সাংসদের প্রশ্নে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে ভারত? সিপিএম সাংসদের প্রশ্নে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র
ছাত্র-জনতার আন্দোলেন দেশ ছেড়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত হয়ে লন্ডন বা অন্য কোনও দেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল।

ভারতে শেখ হাসিনা
ছাত্র-জনতার আন্দোলেন দেশ ছেড়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত হয়ে লন্ডন বা অন্য কোনও দেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল।
সেই থেকে ভারতে
কিন্তু বিশ্বের কোনও দেশই বাংলাদেশের শেখ হসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি ছিল না। আর সেই কারণে সেই থেকেই ভারতের আশ্রয়ে রয়ে গেছেন হাসিনা।
কোথায় হাসিনা
কোথায় রয়েছেন শেখ হাসিনা? স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। ভরতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও সেফ হাউসে রাখা হয়েছে তাঁকে। কতদিন রাখা হবে তাও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশে প্রত্যাপর্ণ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান হোক, তুলে দেওয়া হোক মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের হাতে। এমনই দাবি উঠেছে বাংলাদেশে। বাংলাদেশ সরকরাও হাসিনার প্রত্যাপর্ণের বিষয়ে ভারতকে চিঠি লিখেছে।
বঙ্গ বিজেপির সভাপতি বাছতে ফর্মুলা বদল দিল্লির! জল্পনায় দিল্লিবাসী বাঙালি নেতার নাম
সংসদে প্রশ্ন
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার প্রশ্ন উঠল ভারতীয় সংসদে। হাসিনা সম্পর্কে তিনটি প্রশ্ন করেন সিপিএম সাংসদ। তারই উত্তর দেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
পুলিশের বন্দুকে লাগাম পরাল মহম্মদ ইউনুস সরকার, গুলি চালাতে হলে মানতে হবে এই নিয়মগুলি
হাসিনাকে নিয়ে প্রশ্ন
রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্রাস জানতে চেয়েছেন, ১। বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যাপর্ণ চেয়েছে,২। যদি তাই হয় তাহলে প্রত্যাপর্ণের জন্য কী কী কারণ দেখিয়েছে, ৩। ভারত সরকার এ সম্পর্কে কী জবাব দিয়েছে ঢাকাকে?
কেন্দ্রের জবাব
বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, 'হাসিনার প্রত্যাপর্ণের দাবি করেছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ অহস্ট হাসিনা ভারতে আসার আগেই বাংলাদেশে যে অপরাধ সংঘটিত হয়েছে তার ভিত্তিতে প্রত্যাপর্ণ দাবি করা হয়েছে। কিন্তু ভারত সরকার এখনও বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনও জবাব পাঠায়নি।'
নতুন দিল্লিতে চিঠি ঢাকার
আগেই বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চেয়ে একটি কূটনৈতিক চিঠি ভারতে পাঠিয়েছিল। চিঠির প্রাপ্তিও স্বীকার করেছিল দিল্লি। কিন্তু দিল্লি এই বিষয়ে সরকারি কোনও মন্তব্য করতে চায়নি।
হাসিনাকে মুখ বন্ধ রাখতে বার্তা
বাংলাদেশ আরও জানিয়েছিল, ভারতে থাকলও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় হাসিনার মন্তব্য উস্কানি ছড়াচ্ছে বাংলাদেশে। তেমনও বার্তা দেওয়া হয়েছিল।
হাসিনার পাসপোর্ট বাতিল
হাসিনাকে দেশে ফেরাতে মরিয়ে চেষ্টা করছে বাংলাদেশ। কারণ হাসিনার পাসপোর্টও বাতিল করা হয়েছে। এই অবস্থায় বিদেশে অবস্থানরত হাসিনার আর নাগরিকত্বের কোনও প্রমাণ নেই।