সংক্ষিপ্ত
শেখ হাসিনা একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে হাসিনাকে বলতে শোনা গিয়েছে, 'মাত্র ২০-২৫ মিনিটের জন্য আমি আর রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।
প্রাণ হাতে করে দেশ ছেড়েছেন! অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার আওয়ামি লিগের (Awami League) সোশ্যাল মিডিয়া পেজে দেশ ছাড়ার কথা জানিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। গতবছর ৫ অগস্ট ছাত্র-জনতা বিক্ষোভের জেরে কিছুটা বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছে। কী পরিস্থিতিতে তিনি কীভাবে জীবন হাতে নিয়ে দেশ ছেড়েছেন সেই কথার বর্ণনা করেছে নিজের দলের সোশ্যাল মিডিয়া পেজে।
আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়া পেজে শুক্রবার রাতে দলীয় সভাপতি শেখ হাসিনা একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে হাসিনাকে বলতে শোনা গিয়েছে, 'মাত্র ২০-২৫ মিনিটের জন্য আমি আর রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার মনে হয় ২০০৪ সালের ২১ অগস্টের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া কোটালিপাড়ায় ওই বিশাল মোবর হাত থেকে বেঁচে যাওয়া আবার এই ৫ আগস্ট বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয় আল্লাহর কোনও একটি ইচ্ছে আছে। আল্লাহর কোনও হাত আছে। নইলে এবার তো বেঁচে যাওয়ার কথা নয়। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনও বেঁচে আছি। যদিও এবার আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘরছাড়া- সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।'
সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে বাংলাদেশে। তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে তদন্তের জন্য এই দেশেই বাংলাদেশের তদন্তকারী সংস্থা আসতে পারে। তেমনই জানিয়েছে মহম্মদ ইউনুস সরকার। সবমিলিয়ে রীতিমত বিপর্যস্ত অবস্থা হাসিনার। তাঁর দল আওয়মি লিগ নিষিদ্ধ করা হতে পারে বলে বাংলাদেশে গুঞ্জন।
৫ অগস্ট থেকে এই দেশে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা তা নিয়ে ভারত সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সম্প্রতি এই বিষয়ে বাংলাদেশও জানিয়েছে তাদের কাছে এই নিয়ে কোনও নির্দেশ নেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।