টিউশনে ফেয়ারওয়েলের অনুষ্ঠান শেষের পরে হঠাৎ বচসা, মারপিট! প্রাণ হারাল দশম শ্রেণির ছাত্র

কোঝিকোড়ের থামারাসেরিতে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক ছাত্রের মৃত্যু হয়েছে। দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শাহাবাজের মৃত্যু হয়েছে। রাত ১২.৩০ নাগাদ তার মৃত্যু নিশ্চিত করা হয়। কোঝিকোড় মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাত্তোলি এম জে হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ছিলেন শাহাবাজ। বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।

এলেট্টিল ভাত্তোলি এম জে হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের সাথে থামারাসেরি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। গত রবিবার এই ঘটনার সূত্রপাত। টিউশন সেন্টারে দশম শ্রেণীর ছাত্রদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। রবিবার টিউশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় পাঁচজন ছাত্রকে পুলিশ গতকাল আটক করেছে।