উত্তরপ্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৫, আহত অনেকে

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হল ৫ জনের। আহত আরও ৫ জন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। বৃহস্পতিবার ভোর নাগাদ আলিগড় সেন্টার ও ইকোর মাঝে এই ভয়ানক দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ি ও ট্রাকের।

ট্রাকের ধাক্কায় একেবারে দুমড়ে, মুচড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: ফের শহরে রহস্য মৃত্যু! বন্ধ ফ্ল্যাট থেকে মিলল তরুণীর ঝুলন্ত দেহ, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ

এই ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন্য আশঙ্কাজনক অবস্তায় জহরলাল নেহেরু মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

Scroll to load tweet…

ধাক্কা খাওয়া গাড়িটির উপর তদন্ত করছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে কীভাবে এই সংঘর্ষ হল তা ঠিক করে জানা যায়নি। দুই গাড়ির চালকের মধ্যে কেউ মদ্যপ ছিল কি না তাও খতিয়ে দেখছে আলিগড় পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।