চোখের পলকে ভেঙে গেল আস্ত ব্রিজ! জোরে হাওয়া দিতেই নাকি বিপত্তি।

চোখের পলকে ভেঙে গেল আস্ত ব্রিজ! জোরে হাওয়া দিতেই নাকি বিপত্তি। মুহূর্তের মধ্যে ভেঙে গেল ব্রিজটি। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার পেদাপল্লী জেলায়। ব্রিজ তৈরির কাজ চলছিল গত ৮ বছর ধরে কিন্তু হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে গেল সেই ব্রিজ। সোমবার রাত ৯টা ৪৫ নাগাদ জোরে হাওয়া দিতেই ভেঙে পড়ল ব্রিজটি। অল্পের জন্য প্রাণ বেঁচে গিয়েছে বেশ কয়েকজন মানুষের।

সেতুর দু’টি স্তম্ভের উপর ছিল ৫টি কংক্রিটের পাত ছিল বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, তীব্র হাওয়ার কারণে তার মধ্যে দু’টি পাত ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য এদিন প্রাণে বেঁচে যায় কয়েকজন বরযাত্রীরও ৷ এদিন ৬৫ জন বরযাত্রীকে নিয়ে একটি বিয়ে বাড়ির বাস ঘটনার সময় সেতুর সামনে দিয়ে যাচ্ছিল। বাসটি চলে যাওয়ার এক মিনিট পরেই ভেঙে পড়ে সেতুটি।

Scroll to load tweet…

২০১৬ সালে মোট ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয় সেতুটির জন্য। সেতুটির নির্মাণ এক বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছরের মধ্যেই বন্ধ হয় নির্মাণ কাজ ।সরকার সেসময়ে টাকা না দেওয়ায় ঠিকাদাররা আর কাজ করেননি, এমনই জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মারফত।