India on Chenab River: অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে একহাত নিতে আরও বড় পদক্ষেপ নয়া দিল্লীর। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
India on Chenab River: পহেলগাঁওয়ে হামলার পর থেকেই ততপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। স্থগিত হয়ে গিয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। এবার পাকিস্তানকে ভাতে মারতে আরও বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের (Central government)। সরকারি সূত্রে খবর, এবার চন্দ্রভাগা নদীর উপর খাল সম্প্রসারণের কাজ করতে চলেছে ভারত।
সূত্রের খবর, চন্দ্রভাগা নদীর উপর খাল সম্প্রসারণের ফলে আরও বেশি পরিমাণ জল ঢুকবে ভারতে। এরফলে ভারতেরই বেশি সুবিধা হবে। জানা গিয়েছে, সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী, সিন্ধু নদের এই পশ্চিমমুখী উপনদীর জল পাকিস্তান ব্যবহার করে আসছে। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সেই চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত সরকার। তারপরই চন্দ্রভাগার খাল সম্প্রসারণের কথা ভাবা হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চন্দ্রভাগার উপর 'রণবীর' খালটি সম্প্রসারণের পরিকল্পনা করেছে নয়াদিল্লি। কারণ, এতদিন পর্যন্ত চন্দ্রভাগা নদীর জলকে খুব বেশি ব্যবহার করতে পারত না ভারত। যা জল আসত তা দিয়ে সেচের কাজ করা হত। কিন্তু বর্তমানে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত হয়ে যাওয়ায় এই নদীর জলকে আরও বেশি করে কাজে লাগানোর পথ খুলে গিয়েছে ভারতের জন্য। শুধু তাউ নয়, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যদি এই জল ব্যবহার করা যায়, তাতে ভারতে বিদ্যুতের চাহিদাও মিটবে বলে মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা 'PTI' সূত্রে খবর, চন্দ্রভাগা নদী সহ পাকিস্তানের কাজে ব্যবহৃত নদীগুলিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও ৩০০০ মেগাওয়াট বৃদ্ধি করার কথা ভাবছে ভাতর সরকার। এবং ওই অঞ্চলে সমীক্ষার পরিকল্পনাও করা হয়ে গিয়েছে বলে খবর জানা গিয়েছে।
এই বিষয়ে সরকারি এক আধিকারিক বলেন, ''আমাদের অন্যতম প্রধান পরিকল্পনা হল, চন্দ্রভাগার উপর রণবীর খালের দৈর্ঘ্য বাড়িয়ে ১২০ কিলোমিটার করা। তবে এসব কাজ তো সময়সাপেক্ষ। আমরা সকলকে বলেছি, যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শুরু করতে।'' তবে শুধু এই খাল সম্প্রসারণের কাজই নয়, নদীগুলি নিয়ে আরও পরিকল্পনা রয়েছে নয়াদিল্লীর। ইতিমধ্যে কাঠুয়া, রবি, পরাগওয়ালের মতো খালে পলি সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এতে এই খালগুলিতে জলধারণের ক্ষমতা বাড়বে। এমনটাই মত সরকারি আধিকারিকদের।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক বিদেশী নাগরিক সহ প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। নিরীহ পর্যটকদের উপর এভাবে জঙ্গি হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ইতিমধ্যে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বাতিল সার্ক ভিসা। প্রত্যেকটা রাজ্য থেকে ধরে ধরে পাকিস্তানীদের সে দেশে ফেরত পাঠাতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে 'সিন্ধু জলচুক্তি'। আর এবার পাকিস্তানকে যোগ্য জবাব দিতে চন্দ্রভাগা নদীর খালের সম্প্রসারণ নিয়ে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


