Dalai Lama Birthday: নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশে বিরাট বার্তা তিব্বতীয় ধর্মগুরু দলাই লামার। ভক্তদের কী বললেন তিনি ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Dalai Lama Birthday: তাঁর পরবর্তী উত্তরসূরি কে হবেন? এই প্রশ্ন নিয়ে যখন ভারত ও চিনের মধ্যে চলছে আন্তর্জাতিক সংঘাত ঠিক তখনই নিজের জীবন নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন তিব্বতীয় বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। ৬ জুলাই রবিবার বৌদ্ধ এই ধর্মগুরুর ৯০তম জন্মদিন পালন হচ্ছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। আর সেখান থেকেই ভক্তদের উদ্দেশে নিজের জীবনের ভবিষ্যদ্বাণী নিয়ে বার্তা দিলেন তিনি।
এদিন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা বলেন, ''একাধিক ভবিষ্যদ্বাণী দেখে আমার মনে হচ্ছে আভালোকিতেশ্বরের আশীর্বাদ পেয়েছি। এখনও পর্যন্ত আমার পক্ষে যা যা করা সম্ভব সবটাই করেছি। আপনাদের প্রার্থনা বিফল হয়নি। আম আশা করছি, আরও ৩০-৪০ বছর ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে থাকতে পারব।'' একইসঙ্গে কিছুটা আক্ষেপের সুরে তিনি আরও বলেন, ''আমি দেশ হারিয়েছি। ভারতে এসে আমাদের আশ্রয় নিতে হয়েছে। এখানে আমি মানুষের যথাসম্ভব উপকার করেছি। ধর্মশালায় যাঁরা থাকেন তাঁদের ভালোর জন্য সর্বদা চেষ্টা করেছি। যতদিন পারব মানুষের উপকার করার চেষ্টা করব।''
তিনি আরও বলেন, "আমি ১৩০ বছরের বেশি বাঁচতে চাই।" তিব্বত থেকে পালিয়ে আসার পর ভারতের ধর্মশালায় বসবাস করা দলাই লামা এদিন তার শত শত ভক্তদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন। ১৯৫৯ সালে চিনের বিরুদ্ধে একটি বিদ্রোহের পর তিনি তিব্বত থেকে পালিয়ে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আশ্রয় নেন। তারপর থেকে ভারতেই রয়ে গিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।
এদিকে দলাই লামাকে বেজিং একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে এবং জোর দিয়ে বলেছে যে সাম্রাজ্যবাদী আমলের ঐতিহ্য অনুযায়ী তাদের নেতাদের দলাই লামার উত্তরসূরিকে অনুমোদন করতে হবে। এই বিষয়টি নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে। দলাই লামা এর আগে বলেছিলেন যে তিনি "মুক্ত বিশ্বে" পুনর্জন্ম নেবেন। এই সপ্তাহে তিনি তাঁর অনুসারীদের বলেছেন যে তাঁর পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র ক্ষমতা তাঁর অলাভজনক প্রতিষ্ঠান গ্যাডেন ফোদ্রাং ট্রাস্টের হাতেই রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


