বছর শেষে মোদীর বিরাট চমক, মাসে মাসে মিলবে ৩ হাজার টাকা পেনশন, কীভাবে করবেন আবেদন?
কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এক নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় একটি বিশেষ ই-কার্ডের মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন সহ দুর্ঘটনা বীমা এবং অন্যান্য আর্থিক সুবিধা পাবেন। রইল বিস্তারিত।

গোটা দেশ জুড়ে চালু আছে নানান প্রকল্প। বাংলা ছাড়া দেশের বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষ পেয়ে থাকেন বিভিন্ন সুবিধা। রাজ্য সরকার তো বটেই সঙ্গে কেন্দ্রীয় সরকারও চালু করেছে বিভিন্ন স্কিম। যারা দ্বারা সুবিধা মেলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের। এবার ফের এক নয়া প্রকল্প আনল কেন্দ্র সরকার।
প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেবে কেন্দ্র। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে জারি করা হয়েছে নয়া ব্যবস্থা। জারি করা হয়েছে এক বিশেষ ই কার্ড। যা থাকলে আপনি পেয়ে যাবেন বাড়তি ৩ হাজার টাকা করে পেনশন। এই পেনশন পাবেন কৃষক, চালক, গৃহকর্মী, রাস্তার বিক্রেত, দৈনিক মজুর ভিত্তিক উপার্জনকারী ব্যক্তিরা পাবেন এই সুবিধা।
এখন প্রশ্ন হল কারা পাবেন এই সুবিধা? জানা গিয়েছে বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হলে, অসংগঠিত খাতে কর্মরত হলে এই সুবিধা মিলবে। যদি আপনি যদি ইপিএফও কিংবা ইএসআইসি-র আওতায় না থাকেন তবেই সুবিধা পাবেন। আধার নম্বরের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য ব্যাঙ্কে থাকতে হবে অ্যাকাউন্ট।
এই প্রকল্পে প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় মাসিক ৩ হাজার টাকা করে মিলবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় ২ লক্ষ টাকা দুর্ঘটনার বীমা কভার মিলবে। স্বাস্থ্যগত জরুরি অবস্থার ক্ষেত্রে আর্থিক সহায়তা মিলবে। তেমনই অসংগঠিত শ্রমিকদের জন্য ভবিষ্যৎ কল্যাণ প্রকল্পের সুবিধা মিলবে।
চাইলে আজই আবেদন করতে পারেন। প্রথমে eshram.gov.in ওয়েবসাইটে যান। সেখানে হোম পেজে পাবেন ই শ্রম অপশন। সেখানে ক্লিক করা আধার নম্বর ও ক্যাপচা কোর্ড দিন। ওটিপি-তে ক্লিক করুন। আপনার ব্যক্তিগত তথ্য দিন ফর্ম পূর্ণ করে জমা দিন। ভেরিফিকেশনের পর মিলবে সুবিধা।

