সংক্ষিপ্ত

আক্রান্ত দুই মহিলার অভিযোগ একটি ট্রাক্টর-বোঝাই মাটি তাদের উপর ফেলে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই কাদার চাপে বসে পড়ে তাঁরা। ওই কাদার তালে পা আটকে যায় তাঁদের।

কাদা ভর্তি ট্রাক্টর উল্টে মারার চেষ্টা মা ও মেয়েকে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমের শ্রীকাকুলাম জেলার মান্দাসা মন্ডলের অন্তর্গত হরিপুরম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অলৌলিকভাবে রক্ষা পেয়েছেন ও মা ও মেয়ে বলে স্থানীয় সূত্রের খবর। ওই দুই মহিলার আত্মীয়রাই তাদের মারতে চেয়েছে বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। মহিলাদের অভিযোগ তাঁদের পরিবারের তিনজন আত্মীয় এই ঘটনা ঘটাতে চেয়েছে।

আক্রান্ত দুই মহিলার অভিযোগ একটি ট্রাক্টর-বোঝাই মাটি তাদের উপর ফেলে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই কাদার চাপে বসে পড়ে তাঁরা। ওই কাদার তালে পা আটকে যায় তাঁদের। তবে পুলিশ বলছে, এটা ইচ্ছাকৃত কাজ নাও হতে পারে।

সোমবার শ্রীকাকুলাম জেলার মান্দাসা মন্ডলের অন্তর্গত হরিপুরম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন ৬০ বছর বয়েসী কোটরা দালাম্মা এবং তার মেয়ে মাজি সাবিত্রী। মাজির বয়স ৪০ বছর। প্রতিবেদনে বলা হয়েছে যে এই মহিলাদের একই গ্রামের দালাম্মার বোন কোটরা রামা রাওয়ের ছেলের সাথে তাদের জমি নিয়ে বিরোধ ছিল। গত সাত বছর ধরে মামলাটি আদালতে রয়েছে। সম্প্রতি, দালাম্মা এবং তার মেয়ে একটি গ্রাম পঞ্চায়েত অধিবেশন চলাকালীন তার জমি দখলের রামা রাওয়ের চেষ্টার প্রতিবাদে একটি ধর্না করেছিলেন।

সোমবার সকালে, দালাম্মা জানতে পারেন যে রামা রাও একটি ট্রাক্টর ব্যবহার করে মাটি ও ধ্বংসাবশেষ ডাম্প করে তার বাড়ির পাশের জমি সমতল করার চেষ্টা করছেন। তিনি তার মেয়ে সহ ঘটনাস্থলে ছুটে আসেন এবং রামা রাওয়ের সাথে তর্ক শুরু করেন।

এ সময় ট্রাক্টরের চালক লিভারটি ছেড়ে দিলে পুরো কাদা ওই মহিলাদের গায়ে পড়ে প্রায় জীবন্ত কবর দেয়। পরে দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাটির স্তূপ থেকে দুই মহিলাকে কোনও রকমে বের করে আনে। মহিলাদের উপর কাদা ফেলার একটি ভিডিও শট ভাইরাল হয়েছে এবং সিনিয়র পুলিশ কর্মকর্তারা তদন্তের নির্দেশ দিয়েছেন।

দালাম্মা সংবাদমাধ্যমকে বলেন “আমরা এই জমি উত্তরাধিকারসূত্রে পেয়েছি। কিন্তু, কোটরা রামা রাও, তার ভাই কোটরা আনন্দ রাও এবং কোটরা প্রকাশ রাও আমাদের পারিবারিক সম্পত্তিতে আমাদের অংশ দিতে অস্বীকার করছেন। আমরা তা মানতে রাজি নই। তাই এখন আমাদের প্রাণে মারার চক্রান্ত করছে তারা। তারা আমার স্বামীকে হত্যার হুমকিও দেন। তিনি চান যে আমরা সবকিছু নিয়ে গ্রাম ছেড়ে যাই, কিন্তু এটা কখনই হবে না''।

মান্দাসার এসআই রবি কুমার সংবাদমাধ্যমকে বলেন ভুক্তভোগী এবং অভিযুক্ত রামা রাও উভয়েই একে অপরের সাথে সম্পর্কিত। জমির বিরোধ আদালতেও গড়িয়েছে। বিষয়টা বিচারাধীন। তবে মনে করা হচ্ছে এই ঘটনাটি একটি দুর্ঘটনা। ট্র্যাক্টরের পিছনে দাঁড়িয়ে থাকা মহিলাদের গায়ে কাদা ছেড়ে ভুলবশত লিভারটি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত তিন ভাইকে গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন

'মুখোশধারী সংবাদমাধ্যমের পাশে থাকতে পারছি না' রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের মাঝেই দুই চ্যানেলের উপর নিষেধাজ্ঞা কেরলের রাজ্যপালের

বার্মার এক ডেন্টাল ক্লিনিকে সংবাদপত্র পড়তে পড়তেই মারা গেলেন এক ব্যবসায়ী, রাজস্থানের এই ঘটনা ভাইরাল নেটদুনিয়ায়

গণধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত তিন ফাঁসির আসামিকে বেকসুর খালাস করলো সুপ্রিম কোর্ট