Donald Trump Tariff: কিছুদিন আগে পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বন্ধুত্ব নিয়ে চর্চা হত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর নতুন করে শুল্ক চাপাতেই সম্পর্ক বদলে গিয়েছে।
KNOW
Donald Trump's Tariff: ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের (India-USA Relation) অবনতির মধ্যেই পুরনো বন্ধু রাশিয়ার (Russia) সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিল ভারত। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এই দুই রাষ্ট্রনেতা পারস্পরিক সম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছেন। ভারত সফরে আসছেন পুতিন। সে বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছেন মোদী। তিনি এই কথোপকথনের বিষয়ে 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো ও বিস্তারিত কথা হয়েছে। ইউক্রেনের (Ukraine) বিষয়ে সাম্প্রতিকতম খবর জানানোর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি। আমরা দ্বিপাক্ষিক বিষয় খতিয়ে দেখার কথা বলেছি। ভারত ও রাশিয়ার বিশেষ সুবিধাযুক্ত কৌশলগত বোঝাপড়া আরও দৃঢ় করার বিষয়ে আমাদের দায়বদ্ধতার কথা বলেছি। চলতি বছরে ভারতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আতিথেয়তা জানানোর দিকে তাকিয়ে আছি।’
একজোট ভারত-রাশিয়া
একাধিকবার ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War), বাংলাদেশের মুক্তিযুদ্ধ-সহ (Bangladesh Liberation War) বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও ভারতের পাশে থেকেছে রাশিয়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করার পরেও রাশিয়াকে পাশে পেল ভারত। এই দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। পরের দিনই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে ভারতের প্রধানমন্ত্রীর কথাপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ভারতের পাশে রাশিয়া
ভারতীয় পণ্যগুলির উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপানোর পর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতের তেল সরবরাহকারী সংস্থাগুলি রাশিয়ার কাছ থেকে পেট্রোলিয়াম পণ্য কিনে তা বিক্রি করছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে বলেও ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। পুতিনের ভারত সফরের দিনক্ষণ ঘোষণা করা না হলেও, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


