Assam Rifles convoy: অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা! ঘটনায় নিহত দুই জওয়ান। গুরুতর আহত আরও চারজন। বিষয়টি প্রকাশ্যে আসতেই মণিপুর জুড়ে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Assam Rifles convoy: শুক্রবার সন্ধ্যায় মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বোল থানার নাম্বোল সাবাল লেইকাইয়ের কাছে একটি নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা। ঘটনায় অসম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং চারজন আহত হয়েছেন। ঘটনার সময় কিছু অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। 

ঠিক কী ঘটেছিল?

 জানা গিয়েছে, অসম রাইফেলসের একটি দল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই অতর্কিতে তাদের উপর হামলা চালানো হয়। প্রাথমিকভাবে খবর আসে যে এই হামলায় দুজন জওয়ান মারা যান এবং চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 এদিন বিকেল ৫.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ৩৩ অসম রাইফেলসের জওয়ানদের একটি গাড়ি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই হামলার মুখে পড়ে গাড়িটি। আহত জওয়ানদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

মণিপুরের বিষ্ণুপুর জেলার নামবোল সাবাল লেইকাইতে অসম রাইফেলসের ৩৩ নম্বর ব্যাটেলিয়নের ওপর মেইতেই জঙ্গিদের অতর্কিত হামলায় দুই জওয়ান নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

বীরেন সিং এই হামলাকে রাজ্যের ওপর একটি "নিষ্ঠুর আঘাত" বলে অভিহিত করেছেন। এই বিষয়ে শোক প্রকাশ করে তিনি নিজের সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি বার্তা লেখেন। সেখানে তিনি বলেন, "নামবোল সাবাল লেইকাইতে আমাদের অসম রাইফেলসের ৩৩ নম্বর ব্যাটালিয়নের সাহসী কর্মীদের ওপর হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। দুই জওয়ানের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়া আমাদের সকলের জন্য একটি নিষ্ঠুর আঘাত।"

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।