সংক্ষিপ্ত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বরাবরই ভালো। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খুশি হয়েছেন মোদী। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে, তারপর ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা একসঙ্গে বিশ্বশান্তির জন্য কাজ করব। ভারত অত্যন্ত চমৎকার দেশ। প্রধানমন্ত্রী মোদী একজন মহান ব্যক্তি। আমি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে সত্যিকারের বন্ধু মনে করি। আমি জয়ের পর প্রথম যে বিশ্বনেতাদের সঙ্গে কথা বলেছি, তাঁদের অন্যতম মোদী।’ ২০১৬ সালে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও, এবার জিতে ফের মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প।

ট্রাম্পকে অভিনন্দন মোদীর

ট্রাম্পকে ফোন করে কথা বলার পর সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, 'আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হল। তাঁর চমকপ্রদ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, বিদ্যুৎ, মহাকাশের মতো বিষয়গুলিতে ভারত-মার্কিন সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চাই।' মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শীঘ্রই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। তাঁর জয় দক্ষিণপন্থীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। অনেক রাষ্ট্রনেতাই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তবে মোদী-ট্রাম্প কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ফের ভারতে আসছেন ট্রাম্প

প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্বিপাক্ষিক সফরে ভারতে এসেছিলেন ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও তিনি ভারত সফরে আসতে চলেছেন। আগামী বছর ভারতে হতে চলেছে কোয়াড সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ট্রাম্প। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর কোয়াড সম্মেলন নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে সরে গেলেও, ২০২৫ সালে ভারতেই হবে এই সম্মেলন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করবেন, ট্রাম্পকে ফোন করে অভিনন্দনবার্তা মোদীর

ফের প্রেসিডেন্ট হওয়ার পরেই ভারত সফর, আগামী বছর কোয়াড সম্মেলনে আসছেন ডোনাল্ড ট্রাম্প

'থালা ফর আ রিজন,' ডোনাল্ড ট্রাম্প জয় পেতেই কেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা?